২০২৬ সালে পবিত্র হজ পালনের লক্ষ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্নকারী ব্যক্তিদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আগামী বুধবার (৩১ ডিসেম্বর) ২০২৫ তারিখের মধ্যে হজের প্যাকেজ মূল্যের অবশিষ্ট সমুদয় অর্থ জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ হলে হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে এই নির্দেশনা জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীরা ইতিপূর্বে ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন। তবে হজের চূড়ান্ত প্যাকেজ ও গাইডলাইন অনুযায়ী, প্রত্যেক হজযাত্রীকে ৩১ ডিসেম্বরের মধ্যে পুরো টাকা পরিশোধ করতে হবে।
এ অবস্থায় হজ ২০২৬ এর যেসব হজযাত্রী নির্বাচিত প্যাকেজের সম্পূর্ণ অর্থ জমা প্রদান করেননি তাদেরকে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে অবশিষ্ট সমুদয় অর্থ জমা প্রদান নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।
এ সময়ের মধ্যে কোনো নিবন্ধিত হজযাত্রী প্যাকেজের অবশিষ্ট টাকা জমা প্রদান না করলে সেই হজযাত্রীর হজে গমন অনিশ্চিত হয়ে পড়বে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
ওমরাহ ও হজ যাত্রীদের শিশুর নিরাপত্তায় 'সেফটি ব্রেসলেট' চালু