ছবির এই ছোট্ট শিশুকে চেনা যায়? কেউ হয়তো ধারণাও করতে পারবেন না তিনি বর্তমানে জনপ্রিয় ইসলামি আলোচক। বিশ্বের বিভিন্ন দেশে নিজেকে পরিচিত করেছেন ইসলামি আলোচক হিসেবে। ছবির ছেলেটি হচ্ছেন- জনপ্রিয় আলেম, বিশিষ্ট ইসলামি আলোচক ও বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।
তিনি ১৯৯০ সালের ২৬ জানুয়ারি রাজধানী ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন। তার পিতার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতলা গ্রামে।
ছোটবেলা থেকে তিনি মাদ্রাসায় পড়াশোনা করেন। ঢাকার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে ২০০৪ সালে দাখিল ও ২০০৬ সালে আলিম পাস করেন। তিনি উভয় পরীক্ষাতেই মাদ্রাসা শিক্ষা বোর্ডে মেধাতালিকায় শীর্ষ স্থান অধিকার করেন।

২০০৭ সালে ইসলামি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিসরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। ২০১৪ সালের ২৯ জানুয়ারি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন তিনি। তার দুটি কন্যাসন্তান রয়েছে। এই স্কলারকে ফেসবুক ভেরিফাইড পেজে ৫৫ লাখেরও বেশি মানুষ ফলো করেন।
মিজানুর রহমান আজহারী কুরআন-হাদিস বিষয়ক সহজ-সাবলীল ও গবেষণাধর্মী আলোচনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন।
