চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছর হজ হতে পারে ১৬ জুন। অথচ এখনো হাজিদের বাড়ি ভাড়াসহ অনেক আনুষ্ঠানিকতাই বাকি আছে। বাংলাদেশ থেকে হজযাত্রীরা মক্কায় যাওয়া শুরু করবেন মে মাসের ৯ তারিখ থেকে। আর শতভাগ বাড়ি ভাড়া কনফার্ম করা কথা আগামী ২৯ এপ্রিলের মধ্যে। কিন্তু হজ এজেন্সির মালিকদের সাথে কথা বলে জানা গেছে, বাড়ি ভাড়ার বিষয়টি এখনো ১০ শতাংশও কনফার্ম হয়নি।
বাড়ি ভাড়ার জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে হজ এজেন্সির মালিকদের মোনাজ্জেম ভিসা না পাওয়া। এছাড়াও হজ এজেন্সির মালিকরা এখনো মক্তব নম্বর (মিনা আরাফার সার্ভিস নম্বর) পাননি। এ সব কারণে হজ এজেন্সির মালিকরা শঙ্কায় আছেন। প্রতি বছর রমজান মাসেই হজ এজেন্সির মালিকরা মোনাজ্জেম ভিসা পেয়ে যান। এতে করে তারা রমজানে গিয়েই হজযাত্রীদের থাকার বাসা ভাড়া করে আসতে পারেন। কিন্তু এবার তারা মোনাজ্জেম ভিসা পাননি।
মোনাজ্জেম ভিসা না পেলেও তারা যে ওমরাহর ভিসায় সৌদি আরব যাবেন সেই উপায়ও নেই। ঈদুল ফিতরের পর থেকে বাংলাদেশে ওমরাহর ভিসা পেতে সমস্যা হচ্ছে। কোনো নোটিশ ছাড়াই সৌদি কর্তৃপক্ষ ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। কিছু কিছু ভিসা হচ্ছে, সেটা ভাগ্য গুণে। ওমরাহ এজেন্সির মালিকরা বলেন, আমরা গত ১৪ এপ্রিল ওমরাহর ভিসার আবেদন করেছি। গত ৪ দিনেও কোনো ভিসা হয়নি। অথচ এর আগে মাত্র ১ দিনে ভিসা হয়েছে। এমনকি ১ ঘণ্টা সময়ের মধ্যেও ভিসা হয়েছে।
হজ এজেন্সি এসোসিয়েশনের বাংলাদেশ (হাব) এর পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরবে বাংলাদেশ হজ মিশন আছে। জেদ্দা কনসাল জেনারেল (হজ) আছেন, তারা চাইলেই সৌদি আরবে সরকারি নিবন্ধিত হাজিদের বাড়ি ভাড়া করতে পারেন। তারপরও ধর্ম সচিবের নেতৃত্বে ধর্ম মন্ত্রণালয় থেকে মানুষ সৌদি আরবে গিয়ে সরকারিভাবে বাড়ি ভাড়া করেছেন। কিন্তু বেসরকারি এজেন্সির বাড়ি ভাড়া জন্য সৌদি যেতে ভিসার ব্যবস্থা করতে ধর্ম মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে। বাড়ি ভাড়ার জন্য এজেন্সি প্রতিনিধিরা সৌদি যেতে না পারলে বিশাল সংখ্যক হজযাত্রীর বাড়ি ভাড়া কীভাবে সম্ভব?
এ বছর সরকারি ও বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮৩ হাজার ১৫৫ জন হজযাত্রী। সরকারিভাবে হজে যেতে নিবন্ধন করেছেন চার হাজার ২৬০ জন। বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন। হজ এজেন্সির মালিকরা বলেন, চার হাজার ২৬০ জন লোকের বাড়ি ভাড়া করার জন্য যদি ধর্ম মন্ত্রণালয় থেকে প্রতিনিধিরা সৌদি গিয়ে বাড়ি ভাড়া করে আসতে পারেন তাহলে হজ এজেন্সি মালিকদের কেন সে সুযোগ করে দেওয়া হচ্ছে না? প্রায় ৭৯ হাজার হজযাত্রী নিয়ে চিন্তিত এজেন্সি মালিকরা।
চলতি বছর সৌদি আরব হজের বিভিন্ন নিয়মের ক্ষেত্রে প্রায় ৮০ শতাংশ পরিবর্তন এনেছে। এ সব পরিবর্তনের কথা বেশিরভাগ মানুষই জানেন না। এই জন্যই আরো সমস্যা হচ্ছে। আগামী ২৯ এপ্রিলের মধ্যে বাড়ি ভাড়া কনফার্ম করার কথা। কিন্তু সেটা আসলে কতটা সম্ভব সেটা সময়ই বলে দেবে।
আল ওয়াসি হজ গ্রুপের পরিচালক মাওলানা আব্দুল গফ্ফার খান বলেন, আমরা হজযাত্রীদের শতভাগ সেবা দিতে চাই। আমরা এই ক্ষেত্রে সরকারের পূর্ণ সহযোগিতা চাই। একজন হজযাত্রীও কোনো কারণে কষ্ট পান আমরা সেটা চাই না।
