ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তাপপ্রবাহ ও অসুস্থতায় ৯২২ হজযাত্রীর মৃত্যু

আপডেট : ২০ জুন ২০২৪, ১০:১৬ এএম

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় গত কয়েক দিনে দেশটির তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধির কারণে কমপক্ষে ৯২২ হজযাত্রী মারা গেছেন। 

মক্কার আল মুয়াইসেম এলাকার হাসপাতাল মর্গ থেকে আসা মোট পরিসংখ্যানের ভিত্তিতে পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য নেশনের খবরে মৃত্যুর এই তথ্য তুলে ধরা হয়েছে। 

যদিও বার্তা সংস্থা এএফপির খবরে এ সংখ্যা ৬৪৫ বলে উল্লেখ করা হয়েছে। 

দুইজন আরব কূটনীতিকের বরাত দিয়ে দ্য নেশনের খবরে বলা হয়, মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ৬০০ জন মিশরীয়, যাদের বেশিরভাগই তীব্র তাপপ্রবাহে অসুস্থ হয়ে মারা গেছেন। একজন কূটনীতিক বলেন, "তাদের (মিশরীয়) সবাই তাপের কারণে মারা গেছেন।

এদিকে, বৃহস্পতিবার (২০ জুন) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, পবিত্র হজে গিয়ে তীব্র তাপপ্রবাহ ও অসুস্থতায় অন্তত ৬৪৫ হজযাত্রীর মৃত্যু হয়েছে। 

এর আগে বুধবার (১৯ জুন) এএফপি ৫৫০ হজযাত্রীর মৃত্যুর খবর প্রকাশ করেছিল। 

প্রতিবেদনে বলা হয়, কিছু হজযাত্রী মারা গেছেন বার্ধক্যজনিত কারণে। কিছু মারা গেছেন আবহাওয়া পরিস্থিতির কারণে। মিশরের ৩২৩ জন ও জর্ডানের ৬০ জন নাগরিকের মৃত্যু হয়েছে, যাদের বেশির ভাগ তীব্র গরমে অসুস্থ হয়ে মারা গেছেন।  

এবারের হজের সময় সৌদিতে বেশ গরম পড়েছে। গত সোমবার মক্কার গ্র্যান্ড মসজিদ এলাকার তাপমাত্রা ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

এদিকে সৌদি কর্তৃপক্ষ হজযাত্রী মৃত্যুর বিষয়ে কোনো তথ্য দেয়নি। তবে তীব্র তাপপ্রবাহের কারণে গরমে অসুস্থ হয়ে ২ হাজার জনের বেশি হজযাত্রীর চিকিৎসা নিচ্ছেন বলে জানানো হয়েছে। 

MB/AST
আরও পড়ুন