রাত ৯ টার পর ঈদের তারিখ ঘোষণা করবে সৌদি আরব

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, যে-সব দেশ শুধুমাত্র চাঁদ দেখেই ঈদ ও রমজানের তারিখ নির্ধারণ করে, সেসব দেশে এবারের রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে।

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৭:২৩ পিএম

পবিত্র শাওয়াল মাস ও ঈদুল ফিতরের চাঁদ দেখার জন্য প্রস্তুতি নিয়েছে সৌদি আরব। শনিবার (২৯ মার্চ) দেশটির সাধারণ মানুষকে ঈদের চাঁদ অনুসন্ধানের আহ্বান জানানো হয়েছে।

সৌদি আরবের দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি  পোস্টে বলা হয়েছে, ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে মক্কা সময় সন্ধ্যা ৬টায়। এর মানে হল, সৌদি আরবে চাঁদ দেখা গেছে কি না তা বাংলাদেশ সময় রাত ৯টায় জানা যাবে।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, যে-সব দেশ শুধুমাত্র চাঁদ দেখেই ঈদ ও রমজানের তারিখ নির্ধারণ করে, সেসব দেশে এবারের রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে।

এর মানে হচ্ছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ইসলামিক বিশ্বের দেশগুলোতে ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হবে। 

AA/br
আরও পড়ুন