ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আটকে পড়া ইরানি হাজিদের সব ধরনের সহায়তা দেবে সৌদি

আপডেট : ১৫ জুন ২০২৫, ০২:৫৮ এএম

ইরানে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল কর্তৃপক্ষ। হামলা পর তাৎক্ষণিক তেহরান তাদের দেশের আকাশপথ বন্ধ করে দিয়েছে। এতে সৌদি আরবে আটকা 
ইরানি হজযাত্রীরা স্বদেশে ফিরে যাওয়ার উপযুক্ত পরিস্থিতি না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়েছে।

শুক্রবার সৌদি বাদশাহ সালমান নির্দেশ দিয়েছেন যে, সৌদি আরবে আটকে পড়া ইরানি হজযাত্রীদের স্বদেশে ফিরে যাওয়ার উপযুক্ত পরিস্থিতি না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে জানানো হয়েছে, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বাদশাহকে আটকে পড়া ইরানি হজযাত্রীদের সহায়তার একটি পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর বাদশাহ সালমান এটি অনুমোদন করেন। হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা হজযাত্রীদের সবধরনের প্রয়োজনীয় সেবা ও সহায়তা নিশ্চিত করে।

হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি, শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জন্য জীবনে অন্তত একবার আদায় করা ফরজ। সোমবার আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে হজের কার্যক্রম। প্রতি বছর হাজার হাজার ইরানি হজ পালনের জন্য সৌদি আরব যান। এ বছর বিশ্বব্যাপী ১৬ লাখের বেশি মুসলমান হজে অংশ নিয়েছেন। 

শুক্রবার ভোরে ইরানে বিমান হামলা চালায় সন্ত্রাসবাদী দেশ ইসরায়েল। তারা জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কেন্দ্র, পারমাণবিক বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তারা। 

শুক্রবার পরবর্তীতে ইসরায়েলি হামলার জবাবে ইরান তেলআবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে, ফলে দীর্ঘমেয়াদি ও আরও বিপজ্জনক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র : আরব নিউজ

MMS
আরও পড়ুন