ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

স্ত্রীর মোহরের টাকায় কেনা জিনিস স্বামী ব্যবহার করতে পারবে কি

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৬:৫৩ পিএম

বিয়ের পর স্বাভাবিক নিয়মে স্ত্রীর ভরণপোষণ, ভালো-মন্দ দেখা-শোনার দায়িত্ব চলে আসে স্বামীর কাঁধে।  এমনকি স্বামীর জন্য স্ত্রীর মোহরানা আদায় করা ওয়াজিব হয়ে পড়ে। ফলে পরস্পরের ওপর বিভিন্ন অধিকার চলে আসে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন-
‘আর মুমিন সচ্চরিত্রা নারী ও তোমাদের আগে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারীদেরকে তোমাদের জন্য বৈধ করা হল, যদি তোমরা তাদের মোহর প্রদান কর বিয়ের জন্য, প্রকাশ্য ব্যভিচার বা গোপন প্রণয়িনী গ্রহণকারী হিসেবে নয়। (সুরা মায়েদা: আয়াত ৫)

কোরআনের যেসব আয়াত ও হাদিসে বিয়ের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে
অন্যত্র বর্ণিত হয়েছে, ‘তোমরা তাদেরকে বিয়ে করলে তোমাদের কোন অপরাধ হবে না যদি তোমরা তাদেরকে তাদের মোহর দাও।’ (সুরা মুমতাহিনা: আয়াত ১০)

এখন প্রশ্ন হলো- বিয়ের পর স্ত্রী যদি স্বামীর কাছ থেকে মোহর পেয়ে সংসারে কেনো কিছু কেনে তা কি স্বামী ব্যবহার করতে পারবে? 

এ কথা সবার মনে রাখতে হবে-
দেনমোহরের টাকার মালিক স্ত্রী নিজে। কাজেই স্ত্রী যদি নিজের টাকায় সাংসারিক কোনো আসবাবপত্র ক্রয় করে তাহলে সেগুলোর মালিক স্ত্রী নিজে। তবে স্ত্রীর যদি সাংসারিক আসবাবপত্র বা কোনো জিনিস ঘরের সবার ব্যবহারের জন্য ক্রয় করে থাকেন, এ জাতীয় আসবাবপত্র বা জিনিস স্বামীর ব্যবহার করতে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা নেই।

তবে স্ত্রী যদি ব্যক্তিগত ব্যবহারের জন্য কোনো আসবাবপত্র ক্রয় করে থাকেন তাহলে তা তার অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  কেননা কুরআন মাজিদে আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন-
وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ
‘আর তোমরা নিজদের মধ্যে তোমাদের সম্পদ অন্যায়ভাবে খেয়ো না। (সূরা বাকারা: আয়াত ১৮৮)

MMS
আরও পড়ুন