ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নবীজির দেওয়া সফল জীবনের পাঁচ অমূল্য উপদেশ 

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৭:৩৮ পিএম

সাহাবি আবু হুরায়রা (রা.)-কে জীবনের পাঁচ অমূল্য উপদেশ দিয়েছিলেন প্রিয়নবী হযরত মোহাম্মদ (স.)। তার দেওয়া এসব বাণী শুধু মুখস্থ করার জন্য নয়, বরং জীবন বদলে দেওয়ার জন্য। চলুন, আমরাও জানি সেই পাঁচটি গোপন সূত্র-যা বদলে দিতে পারে আমাদের জীবনও।

১. গুনাহমুক্ত জীবনের ম্যাজিক
নবীজি (স.) বলেছেন- اتَّقِ الْمَحَارِمَ تَكُنْ أَعْبَدَ النَّاسِ ‘গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হবে।’ (তিরমিজি: ২৩০৫)
ইমাম হাসান বসরি (রহ.) বলেন, ‘আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার চাইতে উত্তম কোনো ইবাদত কোনো ইবাদতকারী করতে পারেনি।’ (জামিউল উলুম ওয়াল হিকাম: ২৯৬)

২. তাকদিরে সন্তুষ্টির অলৌকিক ফল
নবীজি (স.) বলেছেন- وَارْضَ بِمَا قَسَمَ اللهُ لَكَ تَكُنْ أَغْنَى النَّاسِ ‘আল্লাহ যা দিয়েছেন, তাতেই সন্তুষ্ট থাকো—তাহলেই তুমি প্রকৃত ধনী হবে।’ (তিরমিজি: ২৩০৫)
কোরআন বলে, ‘আল্লাহ তোমার জন্য কল্যাণ চাইলে তা কেউ প্রতিহত করতে পারে না।’ (ইউনুস: ১০৭)

৩. প্রতিবেশীর হক আদায়ের অপ্রত্যাশিত বরকত
রাসুলুল্লাহ (স.) বলেছেন- وَأَحْسِنْ إِلَى جَارِكَ تَكُنْ مُؤْمِنًا ‘প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো, তাহলেই তুমি পূর্ণ মুমিন হতে পারবে।’ (তিরমিজি: ২৩০৫)
নবীজি (স.) বলেছেন, ‘জিব্রাইল (আ.) আমাকে এত বেশি প্রতিবেশীর হক আদায়ের তাগিদ দিয়েছেন যে, আমি ভেবেছিলাম তাকে ওয়ারিস বানিয়ে দেবেন!’ (বুখারি: ৬০১৪)

৪. অপরকে ভালোবাসার রহস্য
রাসুল (স.) বলেছেন- وَأَحِبَّ لِلنَّاسِ مَا تُحِبُّ لِنَفْسِكَ تَكُنْ مُسْلِمًا ‘তুমি নিজের জন্য যা পছন্দ করো, অন্য মুসলিমের জন্যও তা পছন্দ করো—তখনই তুমি প্রকৃত মুসলিম হবে।’ (তিরমিজি: ২৩০৫)
এটি ইসলামের সর্বজনীন নীতি যে, কেউ প্রকৃত মুমিন হবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা-ই পছন্দ করবে, যা নিজের জন্য পছন্দ করে।’ (বুখারি: ১২)

৫. অন্তর জীবিত রাখার কৌশল
নবীজি (স.) বলেছেন- وَلاَ تُكْثِرِ الضَّحِكَ ، فَإِنَّ كَثْرَةَ الضَّحِكِ تُمِيتُ الْقَلْبَ ‘অতিরিক্ত হাসাহাসি করো না, কারণ তা অন্তরকে মৃত করে দেয়।’ (তিরমিজি: ২৩০৫)
নবীজি (স.) কম হাসতেন, বেশি কাঁদতেন। তিনি বলতেন, ‘তোমরা যদি সত্যিই জানতে, তাহলে কম হাসতে আর বেশি কাঁদতে!’ (বুখারি: ৬৪৮৫)

নবীজির (স.) এই পাঁচ শিক্ষা কেবল ধর্মীয় নির্দেশনা নয়, বরং একটি কম্প্লিট লাইফ ম্যানুয়াল যা ব্যক্তি, পরিবার ও সমাজের সকল স্তরের সমস্যার সমাধান দেয়।

FJ
আরও পড়ুন