ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যেসব কারণে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৪:০৫ এএম

পৃথিবী মুমিনের জন্য একটি ক্ষণস্থায়ী পরীক্ষার কেন্দ্র, আর এই পরীক্ষায় সফল হওয়ার মাধ্যমেই অর্জন করা সম্ভব চিরস্থায়ী জান্নাত। কোরআন ও হাদিসে বারবার সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার উপায় তুলে ধরা হয়েছে। তবে কিছু গোনাহ এমন রয়েছে, যা মানুষকে সহজেই জাহান্নামে নিয়ে যেতে পারে।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষায়, এমন দুটি অঙ্গ আছে—যেগুলোর ভুল ব্যবহারের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। সাহাবি আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, একবার রাসুল (সা.) কে জিজ্ঞাসা করা হয়—‘কোন কাজ মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে?’ তিনি জবাবে বলেন, “আল্লাহভীতি, সদাচার ও উত্তম চরিত্র।” পরে তাঁকে জিজ্ঞাসা করা হয়, ‘আর কোন কাজ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে?’ তিনি বলেন, “মুখ ও লজ্জাস্থান।” (তিরমিজি, হাদিস: ২০০৪)

অর্থাৎ মানুষের মুখ (ভাষা) এবং লজ্জাস্থানের (যৌনতা) মাধ্যমে করা গোনাহই সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে বলে হাদিসে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে।

আরও একটি হাদিসে সাহল ইবনু সা’দ (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) বলেন, “যে ব্যক্তি আমার সন্তুষ্টির জন্য তার মুখ ও লজ্জাস্থান সংযত রাখবে। আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করব।” (সহিহ বুখারি, হাদিস: ৬০৩০)

এছাড়া কোরআনের বিভিন্ন আয়াতে জান্নাতপ্রাপ্ত মুমিনদের গুণাবলি এবং জাহান্নামবাসীদের কর্মফল সম্পর্কে স্পষ্টভাবে বলা হয়েছে। যেমন, সূরা বাকারা এবং সূরা কাহাফে জান্নাতের বর্ণনা ও তার অধিবাসীদের গুণাবলি তুলে ধরা হয়েছে।

 

KHK
আরও পড়ুন