পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি পুনর্নির্ধারণ করেছে সরকার

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০২:৫৫ পিএম

পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি পুনর্নির্ধারণ করেছে সরকারপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির তারিখ পুনর্নির্ধারণ করেছে সরকার। বিষয়টি জানিয়ে বৃহস্পতিবার (২৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, চলতি বছর ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাসের গণনা শুরু হয়েছে। সেই হিসাবে ৬ সেপ্টেম্বর শনিবার পালিত হবে ঈদে মিলাদুন্নবী (সা.)। ফলে পূর্বঘোষণা অনুযায়ী ৫ সেপ্টেম্বর শুক্রবার যে ছুটি নির্ধারিত ছিল, সেটি পরিবর্তন করে ৬ সেপ্টেম্বর শনিবার ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এদিন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবাসমূহ-যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল, চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন-এই ছুটির আওতায় আসবে না। এসব ক্ষেত্রে দায়িত্বে নিয়োজিত যানবাহন ও কর্মীদের জন্য ছুটি প্রযোজ্য নয়।

এছাড়া, ব্যাংক ও আদালত খোলা থাকবে কি না-সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ঈদে মিলাদুন্নবী (সা.) ইসলাম ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র দিবস, যেদিন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস পালন করা হয়। দিনটি উপলক্ষে দেশজুড়ে ধর্মীয় নানা আয়োজন ও অনুষ্ঠান হয়ে থাকে।

NB/SN
আরও পড়ুন