আরবের প্রেক্ষাপটে ‘লাল উট’ আভিজাত্যের চিহ্ন কেন

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ পিএম

আরবের প্রেক্ষাপটে লাল উট ছিল সবচেয়ে দামী, দুর্লভ ও আভিজাত্যের প্রতীক। ইসলামি প্রাথমিক যুগে আরব সমাজে লাল উট ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ। এই উপমাটি দিয়ে বোঝানো হয়েছে যে, আল্লাহ কর্তৃক কোনো মানুষকে সৎপথে আনা বা হিদায়াত দেওয়া—তা এক পল লাল উটের চেয়েও অনেক বেশি উত্তম। 

‘লাল উট’ কেন উপমা?
উট ছিল মরুভূমি অঞ্চলের মানুষের জীবনধারণের অবিচ্ছেদ্য অংশ। এটি পরিবহন, মালপত্র বহন, খাদ্য (দুধ ও মাংস) এবং বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। লাল রঙের উট ছিল বিরল এবং দেখতে সুন্দর হওয়ায় এদের বাজার মূল্য ছিল সর্বোচ্চ, একে আভিজাত্যের চিহ্ন বিবেচনা করা হতো। 

নবীজি (স.) এই দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন- কাউকে ইসলাম, ঈমান বা সৎপথে ফিরিয়ে আনা দুনিয়ার সবচেয়ে মহামূল্যবান সম্পদের চেয়েও উত্তম ও স্থায়ী।

তাই, দ্বীন প্রচারের মতো গুরুত্বপূর্ণ কাজকে এই মূল্যবান লাল উটের সাথে তুলনা করা হয়েছে, যেখানে একটি মানুষকে সৎপথ দেখানোর সওয়াব এক পাল লাল উট পাওয়ার চেয়েও উত্তম বলে উল্লেখ করা হয়েছে। 

ইসলামিক শিক্ষা ও দাওয়াতের শ্রেষ্ঠত্ব বোঝাতে এই উপমা ব্যবহার করা হয়েছে, যেখানে একটি মানুষের ঈমানের পথ পাওয়াকে সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে গণ্য করা হয়। 

AHA
আরও পড়ুন