ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। ইমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই সকল মুসলিমের জীবনে নামাজের গুরুত্ব অপরিসীম। দিনে ৫ ওয়াক্ত নামাজ আদায়ের নির্দিষ্ট সময় রয়েছে। সময়মতো নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। তাই খবর সংযোগের পাঠকদের জন্য বৃহস্পতিবারের (৪ সেপ্টেম্বর) নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি
জোহর- ১২:০১ মিনিট
আসর- ৪:২৮ মিনিট
মাগরিব- ৬:১৫ মিনিট
এশা- ৭:৩২ মিনিট
ফজর (আগামীকাল শুক্রবার)- ৪:২৫ মিনিট।
উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো-
বিয়োগ করতে হবে
চট্টগ্রাম : ০৫ মিনিট
সিলেট : ০৬ মিনিট
যোগ করতে হবে-
খুলনা : ০৩ মিনিট
রাজশাহী : ০৭ মিনিট
রংপুর : ০৮ মিনিট
বরিশাল : ০১ মিনিট
কাজ সহজ হওয়ার দোয়া
মসজিদুল হারাম ও নববীতে ৭ ভাষায় হোয়াটসঅ্যাপ সেবা চালু