আজ সৌদি আরবের দুই মর্যাদাপূর্ণ মসজিদ মসজিদুল হারাম (মক্কা) ও মসজিদে নববিতে (মদিনা) জুমার নামাজে ইমামতি করবেন দুইজন খ্যাতিমান ইসলামী স্কলার ও কারি।
মসজিদুল হারাম (মক্কা)
আজ পবিত্র মসজিদুল হারামে জুমার ইমামতি করবেন শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুয়াইকিলি।
সংক্ষিপ্ত পরিচিতি-
- জন্ম: ৭ জানুয়ারি ১৯৬৯, মদিনা মুনাওয়ারা
- মাস্টার্স: উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, মক্কা (১৪২৫ হিজরি) – বিষয়: ফিকহুল ইমাম আহমাদ ইবনে হাম্বল
- ডক্টরেট: তুহফাতুন নাবিহ শারহুত তানবিহ (ইমাম সিরাজি রহ.) বিষয়ে গবেষণা, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় (১৪৩২ হিজরি)
- কোরআনের হাফেজ
- ১৪২৮ হিজরির রমজানে মসজিদুল হারামে তারাবি ও তাহাজ্জুদের ইমাম হিসেবে নিয়োগ
- একই বছর মসজিদুল হারামের স্থায়ী ইমাম ও খতিব হন
তিনি কোরআন তেলাওয়াতে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন এবং মুসল্লিদের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করেছেন।
মসজিদে নববি (মদিনা)
আজ মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন শায়খ হুসাইন ইবনে আব্দুল আজিজ আলে শায়খ।
সংক্ষিপ্ত পরিচিতি-
- জন্মস্থান: বনি তামিম, সৌদি আরব
- বংশধারা: শায়খ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের উত্তরসূরি
- বিশিষ্ট আলেম শেখ আবদুল্লাহ আল জিবরিন ও শেখ আবদুল আজিজ দাউদের নিকট থেকে ফিকহ ও হাদিসের পাঠ
- ১৪১১ হিজরিতে নাজরান হাইকোর্টে বিচারক হিসেবে নিয়োগ
পরবর্তীতে রিয়াদ হাইকোর্টে স্থানান্তর। ৬ বছর পর মদিনার গ্র্যান্ড কোর্টের বিচারক নিযুক্ত হন। পাশাপাশি মসজিদে নববির ইমাম হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ইসলামী আইন ও বিচারব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
হাফহাতা জামা বা গেঞ্জি পরে নামাজ আদায় হবে?
দৃষ্টিপ্রতিবন্ধী সিয়াম ৭ বছরেই কোরআনের হাফেজ