সালামের মূল উদ্দেশ্য হচ্ছে নামাজ সমাপ্তি ঘোষণা করা এবং চারপাশের মানুষকে শান্তির বার্তা জানানো। এই নিয়ম অনুসরণ করে নামাজ শেষ করা ইবাদতের পূর্ণতা নিশ্চিত করে।
নামাজ শেষে সালাম ফেরানো ওয়াজিব। এক্ষেত্রে সালাম ফেরানোর সময় কখন সালাম বলবে এবং কখন মাথা ঘুরাবে তা নিয়ে অনেককেই সংশয়ে পড়তে দেখা যায়। সালাম ফেরানোর সঠিক পদ্ধতি হচ্ছে, কিবলার দিকে চেহারা থাকা অবস্থায় ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ’ বলতে বলতে প্রথমে ডানদিকে চেহারা ফেরাতে হবে। তেমনিভাবে দ্বিতীয় সালামের ক্ষেত্রেও চেহারা সামনের দিকে এনে কিবলার দিকে থাকা অবস্থায় সালাম শুরু করবে এবং সালাম বলতে বলতে চেহারা বাম দিকে ফেরাবে।
تحت حديث عائشة رضي الله عنها أن رسول الله ‘صلى الله عليه وسلم كان يسلم في الصلاة تسليمة واحدة تلقاء وجهه، ثم يميل إلى الشق الأيمن شيئاً أي يأخذ فيها من تلقاء وجهه ويختمها إذا مال وجهه إلى اليمين. وكذا الحكم في تسليم اليسار. لكنها اكتفت بذكر تسليمة؛ لما أن مقصودها بالذكر إنما هو بيان التسليمة، من أين تبتدأ وبيان كيفيتها كيف هي. (الكوكب الدري : ১০৪/১)
-আলমাজমূ শরহুল মুহায্যাব ৩/৪৫৮; লামিউদ দারারী ১/১৪০; মাআরিফুস সুনান ৩/১১০
ধর্মীয় উৎস অনুযায়ী, হাদীস ও শাস্ত্রগুলোতে বলা হয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে প্রথমে ডানদিকে, পরে বামদিকে সালাম দিতেন। আলমাজমূ শরহুল মুহায্যাব, লামিউদ দারারী ও মাআরিফুস সুনানসহ অন্যান্য ইসলামী গ্রন্থেও এই পদ্ধতির ব্যাখ্যা পাওয়া যায়।
উৎস: আলকাউসার, সেপ্টেম্বর ২০২৫।
