ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শৈশবের ভুল কি গুনাহ হিসেবে গণ্য হবে

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম

শৈশবে মানুষ এমন অনেক ভুল বা পাপের কাজ করে থাকে, যা মানুষ সে সময় বুঝতে পারে না। এসব ভুল বা পাপ তাকে পরিণত বয়সে বালেগ বা প্রাপ্ত বয়স্ক হওয়ার পর অনুশোচনায় ভুগায়। এই পাপগুলো নিয়ে মনে অনেক ধরনের প্রশ্ন থাকে। শৈশবে ঘটে যাওয়া এসব ভুল কি গুনাহে পরিণত হবে?

ইসলামি স্কলারদের মতামত হলো- শৈশব বা বালেগ হওয়ার আগের কোনো গুনাহের হিসাব লেখা হয় না। ইসলামী বিধান অনুযায়ী—শিশুরা সৎ কাজ করলে তার সওয়াব পায়, কিন্তু কোনো ভুল করলে তার জন্য তাদের কোনো শাস্তি নেই।

শৈশবে যখন কেউ ভালো-মন্দ, সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে পারে না, সেই সময়ের গুনাহ বা ভুলের জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো- কেউ যদি ভুল বা পাপ করছে বিষয়টি বুঝতে পারার সঙ্গে সঙ্গে সেই কাজ বন্ধ করে দেয়, অনুশোচনা করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ তাআলা তাদের গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ তায়ালা কোরআনে ঘোষণা করেছেন-
‘বলুন, হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ; আল্লাহর অনুগ্রহ থেকে হতাশ হয়ো না, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা আয-যুমার: আয়াত ৫৩)

এ আয়াত থেকে স্পষ্ট, আল্লাহ তায়ালার রহমতের দরজা সবসময় খোলা। যে কেউ আন্তরিকভাবে তওবা করেছ, আশা করা যায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন।

MMS
আরও পড়ুন