ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দেশে ইন্টারনেটে বিঘ্ন ঘটার কোনো শঙ্কা নেই

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৯:২০ এএম

দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের মেরামত কাজ স্থগিত ঘোষণা করা হয়েছে। এর ফলে শনিবার (২ মার্চ) ইন্টারনেটে বিঘ্ন ঘটার কোনো শঙ্কা নেই। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম ২ মার্চ কারিগরি ত্রুটি নিরসনের জন্য রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করেছিল। পরবর্তী সময়ে অন্যান্য কনসোর্টিয়ামের সাবমেরিন ক্যাবল সিস্টেমে কারিগরি ত্রুটি দেখা দেয়। এজন্য সি-মি-উই-৪-এর বর্ণিত রক্ষণাবেক্ষণ কাজটি কনসোর্টিয়াম স্থগিত করেছে। এ অবস্থায় আগামী ২ মার্চ সি-মি-উই-৪-এর মাধ্যমে বিএসসিপিএলসির সব সার্কিট যথারীতি চালু থাকবে। রক্ষণাবেক্ষণ কাজটির সূচি কনসোর্টিয়াম পুনর্নির্ধারণ করে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট সব পক্ষকে জানিয়ে দেবে।

FI
আরও পড়ুন