সৌরশক্তি ১৮ বছর সংরক্ষণের যন্ত্র আবিষ্কার!

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১২:৪৩ পিএম

দিনদিন সৌরশক্তির চাহিদা বাড়ছে দুনিয়াজুড়ে। চাহিদা পূরণে দীর্ঘদিন সৌরশক্তি সংরক্ষণ করে ব্যবহার করা বেশ চ্যালেঞ্জিং। তবে এই চ্যালেঞ্জ মোকাবিলায় সিলিকন সোলার সেলের সমন্বয়ে নতুন একটি যন্ত্র তৈরি করেছেন একদল বিজ্ঞানী। স্পেনের পলিটেকনিক ইউনিভার্সিটি অব কাতালুনিয়ার এই বিজ্ঞানীদের দাবি, এই যন্ত্রের মাধ্যমে দীর্ঘদিন সৌরশক্তি সংরক্ষণ করলেও অতিরিক্ত গরম হবে না।

বিজ্ঞানীরা জানিয়েছেন, আগের একটি গবেষণার ওপর ভিত্তি করে নতুন এ যন্ত্র তৈরি করা হয়েছে। এই যন্ত্রের মাধ্যমে সৌরশক্তি ১৮ বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। যন্ত্রটি মলিকুলার সোলার থার্মাল এনার্জি স্টোরেজ সিস্টেম (মোস্ট) নামের একটি স্টোরেজ সিস্টেমের সঙ্গে সিলিকনের তৈরি সৌরকোষকে একত্র করে জমা রাখে। এর ফলে বেশি পরিমাণে সৌরশক্তি সংরক্ষণ করা যায়। যন্ত্রটি কার্বন, হাইড্রোজেন ও নাইট্রোজেনের অণুর ওপর ভিত্তি করে বিশেষভাবে নকশা করা হয়েছে, যা সূর্যের আলোর সংস্পর্শে এলে আকৃতি পরিবর্তন করতে পারে।

যন্ত্রটির বিষয়ে বিজ্ঞানী মথ-পলসেন বলেন, গবেষণাগারে আণবিক তাপীয় সৌরশক্তির জন্য ২.৩ শতাংশের শক্তি সঞ্চয়ের দক্ষতা দেখা যায়। স্বাভাবিক সৌরকোষের চেয়ে তা ১.১ শতাংশ বেশি। নতুন এই ব্যাটারি বিদ্যমান সৌরকোষ সিস্টেমে যুক্ত করে সৌরশক্তি দীর্ঘ সময় সংরক্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে। আপাতত যন্ত্রটির কার্যকারিতা পরীক্ষাগারে পরীক্ষা করা হচ্ছে। নতুন এই যন্ত্রের কারণে শিগগিরই জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে। সূত্র: ইউরো নিউজ

SM
আরও পড়ুন