প্রতিদিন পত্র-পত্রিকা, বই-এর পাশাপাশি ইন্টারনেটে প্রচুর পরিমাণে নানা বিষয়ের সাধারণ জ্ঞানের খোঁজ পাওয়া যায়; যা জীবনের নানা ওঠাপড়ায় বেশ কাজেও লাগে।
সাধারণ জ্ঞানের পরিমণ্ডলে বিজ্ঞানের নানা বিষয় যেমন থাকবে তেমনই থাকবে দেশ, বিশ্ব এবং ইতিহাস সম্পর্কিত একাধিক তথ্য। এই তালিকায় এমন কিছু প্রশ্নও রয়েছে যা শুনলে আমাদের খুব সহজ মনে হলেও উত্তর প্রায় কারোরই জানা নেই। বা প্রশ্ন শুনে মাথা চিন্তায় মগ্ন হবেন।
বলুন তো, এটিএম পিন কেন চার সংখ্যার হয়? ৯৯ শতাংশই কিন্তু সঠিক উত্তর জানে না।
মূলত ব্যবহারকারীদের সুবিধার কথা ভেবেই এটিএম পিন চার সংখ্যার রাখা হয়। যদিও বিশ্বের অনেক দেশে ৬ সংখ্যার এটিএম পিন ব্যবহার করা হয়।
কিন্তু এটিএম পিন ৬ সংখ্যার হলে ব্যবহারকারীদের অসুবিধা বেশি। কারণ বড় পিন নম্বর হলে অনেকেই তা মনে রাখতে পারবেন না।
