ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চ্যাটজিপিটি ইমেজ জেনারেশন এখন হোয়াটসঅ্যাপে

আপডেট : ২২ জুন ২০২৫, ০৩:৩৭ পিএম

ওপেন এআই এখন অফিসিয়ালি হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট জিপিটি ব্যবহারকারীদের জন্য ইমেজ জেনারেশন সুবিধা চালু করেছে। এর ফলে সৃজনশীল ভিজ্যুয়াল টুলগুলো আগের চেয়ে অনেক সহজলভ্য হয়ে উঠেছে। 

ব্যবহারকারীরা এই ফিচারটি ব্যবহার করতে পারবেন অফিসিয়াল নম্বরে মেসেজ করে: ১-৮০০-চ্যাট জিপিটি অথবা ভিজিট করে: wa.me/18002428478

এই আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি হোয়াটসঅ্যাপ থেকেই এআই-এর মাধ্যমে তৈরি ছবি পেতে পারবেন, যা দৈনন্দিন কথোপকথনের মধ্যেই সহজভাবে মিশে যাবে। ব্যবহারকারীরা চাইলে ডিজাইনের আইডিয়া নিয়ে ভাবুন, কনটেন্টের জন্য ভিজ্যুয়াল তৈরি করুন কিংবা মজার জন্য পরীক্ষা করুন — এখন ছবি তৈরি করা মাত্র একটি মেসেজের দূরত্বে।

এই ফিচারটি আজ থেকেই সবার জন্য উন্মুক্ত, ফলে আর আলাদা কোনো অ্যাপ বা প্ল্যাটফর্মের প্রয়োজন নেই।

AA/AHA
আরও পড়ুন