ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কম আলোতে ছবি তুলতে বাজারে এলো নতুন ফোন

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১১:৪৭ এএম

এখন মুঠোফোন মানুষের জীবনে দারুণ এক অনুসঙ্গী হিসেবে জায়গা করে নিয়েছে। দিনের আলো কিংবা রাতের আলোতে মুঠোফোনে ছবি তোলাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে বাংলাদেশে রেনো–১৪ সিরিজ ফাইভজি দুটি মডেল বাজারে ছেড়েছে অপো। স্মার্টফোন দুটি হলো ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের রেনো–১৪ ফাইভজি ও ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের রেনো–১৪ এফ ফাইভজি। গতকাল রাতে রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে এ দুটি ফোন দেখানো হয়।

অনুষ্ঠানে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, রেনো–১৪ সিরিজ ফাইভজির মাধ্যমে ব্যবহারকারীদের লাইফস্টাইলে মুঠোফোনের ব্যবহার আরও বাড়বে। রেনো–১৪ ফাইভজির মাধ্যমে ছবি তোলার জন্য সর্বশেষ এআই প্রযুক্তি ও দারুণ সব কনটেন্ট তৈরি করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

রেনো- ১৪ ফাইভজি ফোনে এআই ‘লো লাইট ফটোগ্রাফি সিস্টেম’ ব্যবহার করা হয়েছে। রাতের অনুষ্ঠান হোক কিংবা পারিবারিক যেকোনো আয়োজনে এই ফোন বেশ ভালো কাজ করবে। উন্নত ফ্ল্যাশ আর ৫০ মেগাপিক্সেল ৩.৫x টেলিফটো ক্যামেরায় ভালো ছবি তোলার সুযোগ আছে। রেনো–১৪ ফাইভজিতে আগের মডেলগুলোর চেয়ে দশ গুণ বেশি উজ্জ্বল ডেডিকেটেড ফোকাস ফ্ল্যাশসহ ট্রিপল-ফ্ল্যাশ ক্যামেরা যুক্ত করা হয়েছে। রেনো–১৪ এফ ফাইভজিতে রয়েছে ডুয়াল-ফ্ল্যাশ সেটআপ, যা আগের তুলনায় দ্বিগুণ উজ্জ্বলতা নিশ্চিত করে। এআই এডিটর ২.০–এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সৃজনশীলতা আরও বিকশিত করার সুযোগ রয়েছে।

দুইটি মডেলে ৪কে আলট্রা-এইচডি আন্ডারওয়াটার ভিডিও রেকর্ডিং সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি, আইপি৬৯ রেটিংয়ের ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স যুক্ত হওয়ায় এখন পানির নিচেও দারুণ স্বচ্ছ ভিডিও ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা। রেনো–১৪ সিরিজ ফাইভজিতে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ফোনটির মার্মেইড-অনুপ্রাণিত ডিজাইন ও অ্যামোলেড ডিসপ্লে একই সঙ্গে নান্দনিক ও সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করবে। ব্যবহারকারীদের প্রতিদিনের কার্যক্ষমতা বাড়তে ডিভাইসটিতে এআই কল ট্রান্সলেটর, এআই কল সামারি, ভয়েসস্ক্রাইব ও মাইন্ডস্পেসের মতো এআই সুপার টুলবক্স ব্যবহার করা হয়েছে।

আগাম ফরমাশ (প্রি–অর্ডার) দেওয়া ক্রেতাদের জন্য একাধিক বিশেষ সুবিধা দিচ্ছে অপো। সাদা ও সবুজ রঙের রেনো–১৪ ফাইভজির দাম ৭৯ হাজার ৯৯০ টাকা এবং ওপাল ব্লু ও লুমিনাস গ্রিন রঙের রেনো–১৪ এফ ফাইভজির দাম ৪২ হাজার ৯৯০ টাকা।

SN
আরও পড়ুন