রাস্তার পাশে বা খোলা মাঠের ওপর দিয়ে যাওয়া হাই ভোল্টেজের তারে ঝোলানো লাল, কমলা বা উজ্জ্বল রঙের বড় বলগুলোকে বলে অ্যাভিয়েশন মার্কার বল। অনেকেই ভাবেন এগুলো শুধুই সতর্কবার্তা, কিন্তু এর পেছনে রয়েছে বিশেষ কারণ।
বিমান ও হেলিকপ্টারের নিরাপত্তা
উঁচু ভোল্টেজের তার আকাশে অনেক সময় খালি চোখে বোঝা যায় না। বিশেষ করে কুয়াশা, সন্ধ্যা বা রাতে এগুলো আরও অদৃশ্য হয়ে যায়। পাইলট যাতে সহজে তারগুলো দেখতে পারেন, সেজন্য উজ্জ্বল রঙের বড় বল ঝুলিয়ে দেওয়া হয়।
পাইলটদের ভিজ্যুয়াল গাইড
ছোট বিমান বা হেলিকপ্টার যখন নদী, গ্রামাঞ্চল বা শহরের মধ্যে দিয়ে উড়ে যায়, তখন এসব মার্কার বল দূর থেকেই চোখে পড়ে। এতে পাইলট বুঝতে পারেন যে সামনে তার রয়েছে এবং সহজেই এড়িয়ে যেতে পারেন।
দুর্ঘটনা প্রতিরোধ
অনেক দেশে এর ব্যবহার আইন দ্বারা বাধ্যতামূলক করা হয়েছে। কারণ হাই ভোল্টেজ তারে বিমানের ডানা বা হেলিকপ্টারের ব্লেড লেগে গেলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। এই লাল বলগুলো দুর্ঘটনা প্রতিরোধে বড় ভূমিকা রাখে।
সবসময় লাল নয়
শুধু লাল নয়, অনেক সময় কমলা, সাদা বা হলুদ বলও ব্যবহার করা হয়। উদ্দেশ্য একটাই-দূর থেকে যাতে তার সহজে চোখে পড়ে।
তাই এই লাল বল কেবল শোভা বা সৌন্দর্যের জন্য নয়, বরং আকাশপথের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি এক ব্যবস্থা।
চীন সফরে সিডস ফর দ্য ফিউচার বিজয়ীরা
চ্যাটজিপিটিতে আসছে ৬টি বড় পরিবর্তন
