ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে চাঁদ, যা বলছেন বিজ্ঞানীরা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ এএম

প্রতিনিয়ত পৃথিবী থেকে সামান্য হলেও দূরে সরে যাচ্ছে চাঁদ। বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণায় জানা গেছে, প্রতিবছর প্রায় ৩ দশমিক ৮ সেন্টিমিটার হারে দূরে সরে যাচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। বর্তমানে পৃথিবী ও চাঁদের গড় দূরত্ব প্রায় ৩ লাখ ৮৪ হাজার কিলোমিটার।

এ পরিবর্তন হঠাৎ নয়, বরং কোটি কোটি বছর ধরে চলমান একটি প্রক্রিয়া। বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতে এই দূরত্ব আরও বেড়ে গেলে পৃথিবীর জীববৈচিত্র্যের ওপর তা প্রভাব ফেলতে পারে।

মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী স্টিফেন ডিকারবির মতে, পৃথিবীতে জোয়ার-ভাটা ও কৌণিক ভরবেগের প্রভাবে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে চাঁদ। পৃথিবীর ঘূর্ণনগতির কারণে সমুদ্রের জোয়ারের স্ফীতি সামান্য এগিয়ে যায়, যা চাঁদকে সামনে ঠেলে দেয়। এতে চাঁদের কক্ষপথ প্রসারিত হয় এবং পৃথিবী থেকে দূরে সরে যায়।

এই প্রক্রিয়ার প্রভাব পৃথিবীর ঘূর্ণন গতিতেও পড়ছে। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, দিনের দৈর্ঘ্য প্রতি শতাব্দীতে প্রায় ২ দশমিক ৩ মিলিসেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘমেয়াদে এর ফলে দিনের সময় আরও বেড়ে যাবে এবং জোয়ার-ভাটার তীব্রতা কমে আসবে।

তবে বিশেষজ্ঞদের আশ্বস্ত করা বক্তব্য হলো, বর্তমানে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চাঁদের দূরে সরে যাওয়ার হার এতটাই ধীর যে আগামী কয়েক কোটি বছরেও পৃথিবীতে বড় কোনো বিপর্যয় নেমে আসবে না। তবু ভবিষ্যতে এ পরিবর্তন পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্যে কী প্রভাব ফেলতে পারে তা নিয়ে গবেষণা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ১৯৬৯ সালের অ্যাপোলো ১১ মিশনের সময় নভোচারীরা চাঁদের পৃষ্ঠে প্রতিফলক বসান। সেখান থেকে লেজার রশ্মি ছুড়ে বিজ্ঞানীরা সঠিক দূরত্ব মাপেন। সেই পরিমাপেই প্রমাণ মিলেছে, ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে চাঁদ।

সূত্র: এনডিটিভি

NB/AHA
আরও পড়ুন