নতুন রূপে ব্ল্যাকবেরি ক্লাসিক ‘জিনওয়া কিউ২৫ প্রো’

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০২:১২ পিএম

ক্লাসিক ব্ল্যাকবেরি ফোনের প্রতি নস্টালজিয়া এখন আর শুধু স্মৃতির খোরাক নয়। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান জিনওয়া টেকনোলজিস (Zinwa Technologies) নতুন রূপে ফিরিয়ে আনছে জনপ্রিয় ব্ল্যাকবেরি ক্লাসিক কিউ২০ (BlackBerry Classic Q20)

পুরোনো কাঠামো বজায় রেখে আধুনিক প্রযুক্তির সংযোজন ঘটিয়ে প্রতিষ্ঠানটি তৈরি করেছে ‘জিনওয়া কিউ২৫ প্রো’ (Zinwa Q25 Pro)। ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে এবং এতে থাকছে মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট, ১২ জিবি র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।

ব্ল্যাকবেরির ক্লাসিক টাচস্ক্রিন ডিজাইন এবং স্বতন্ত্র ক্যাপাসিটিভ ট্র্যাকপ্যাড রাখা হয়েছে আগের মতোই। তবে পুরোনো মাইক্রো ইউএসবি পোর্টের বদলে যুক্ত হয়েছে ইউএসবি টাইপ–সি সংযোগ, যা চার্জিং এবং ডেটা ট্রান্সফারে দেবে দ্রুততা।

ফোনটিতে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যুক্ত করা হয়েছে। ব্যাটারি আগের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি ক্ষমতাসম্পন্ন। তবে ডিভাইসটি শুধুমাত্র ৪জি এলটিই সাপোর্ট করে, এতে ৫জি প্রযুক্তি নেই।

‘জিনওয়া কিউ২৫ প্রো’ চলে অ্যান্ড্রয়েড ১৩-এর একটি হালকা সংস্করণে, যেখানে ফোকাস রাখা হয়েছে দ্রুততা ও ব্যবহারযোগ্যতায়। প্রতিষ্ঠানটি জানায়, বর্তমানে সফটওয়্যার আপডেটের পরিকল্পনা নেই, তবে গ্রাহকের আগ্রহ থাকলে ভবিষ্যতে তা বিবেচনা করা হবে।

নতুন এই ফোনের দাম নির্ধারণ করা হয়েছে ৪০০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৭ হাজার টাকা। পাশাপাশি ৩২০ ডলারে পাওয়া যাবে একটি DIY (Do-It-Yourself) কিট, যার মাধ্যমে আগ্রহীরা নিজের পুরোনো ব্ল্যাকবেরি ক্লাসিক কিউ২০ আপগ্রেড করতে পারবেন।

জিনওয়া জানিয়েছে, আগস্টের শেষ নাগাদ প্রথম ১০০ ইউনিট সরবরাহ শুরু হবে এবং সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু হবে পুরোদমে উৎপাদন।

প্রতিষ্ঠানটি জানায়, ‘জিনওয়া কিউ২৫ প্রো’ সফল হলে, তারা ব্ল্যাকবেরির অন্যান্য জনপ্রিয় মডেল, যেমন ব্ল্যাকবেরি পাসপোর্ট ও কিওয়ান (KeyOne) পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছে। উল্লেখ্য, ব্ল্যাকবেরি কিওয়ান নিজেই একটি অ্যান্ড্রয়েডভিত্তিক ডিভাইস ছিল।

জিনওয়া বর্তমানে একটি ডিসকর্ড চ্যানেলের মাধ্যমে ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ রাখছে, যেখানে শিপমেন্ট, উন্নয়ন অগ্রগতি এবং নতুন মডেল সংক্রান্ত তথ্য নিয়মিত শেয়ার করা হচ্ছে।

NB/AHA