শিক্ষার্থী ও তরুণ সমাজে তুমুল জনপ্রিয় দুই তারকা আয়মান সাদিক ও মুনজেরিন শহীদের মধ্যে প্রেমের গুঞ্জন ছিলো বহুদিন ধরে। প্রথমে স্বীকার না করলেও পরে প্রেমের গুঞ্জন সত্যি হয়ে সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়।
গত বছরের ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর সেনাকুঞ্জ মিলনায়তনে আয়মান-মুনজেরিনের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিকটতম বন্ধু-বান্ধবীরা দুজনের বিয়ের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রের ছবি দিয়ে আয়মান সাদিক ও মুনজেরিন শহীদকে তাদের সোশ্যাল মিডিয়ায় শুভ কামনা জানিয়েছেন, যা রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

আয়মান সাদিক ও মুনজেরিন শহীদের প্রথম দেখা ২০১৪ সালে। তখন সবে মাত্র যাত্রা করেছে টেন মিনিটস স্কুল। সেই সময় টেন মিনিটস স্কুলের সব মিটিং হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর একটি ঘরে। ৯ জনের ওপর ভর করে চলছিলো টেন মিনিটস স্কুল। নয় জনের একজন মুনজেরিন।

আয়মান সাদিককে প্রথম দেখায় মুনজেরিনের মনে হয়েছিল, ছেলেটা খুব মেধাবী ও পরিশ্রমী। সবসময় তার মাথার ভেতর কিছু একটা চলছে। ডিজাইন করেন। অঙ্ক ভালো জানেন। এরপর ভালো লাগা, তারপর ভালোবাসা। তারপর বিয়ে। বর্তমানে তারা সুখী দম্পতি।
