বৃহস্পতিবার (১১ ডিসেম্বর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশ কিছু উত্তেজনাপূর্ণ ইভেন্ট। ক্রিকেট ও ফুটবল উভয় ভুবনেই আজ ভক্তদের জন্য অপেক্ষা করছে দারুণ সব লড়াই। দিনের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ।
ক্রিকেট ভক্তদের নজর থাকবে মূলত সন্ধ্যা ৭:৩০ মিনিটে শুরু হতে যাওয়া ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিকে। এর আগে ভোর থেকে চলছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টের লড়াই। দুপুরে মেয়েদের বিগ ব্যাশ লিগের ম্যাচে মুখোমুখি হবে সিডনি ও পার্থ।
অন্যদিকে, রাতের আকাশ মাতাবে ইউরোপা লিগের ফুটবল। রাত ১১:৪৫ মিনিট থেকে শুরু হবে একাধিক ম্যাচ। গভীর রাতে মাঠে নামবে রোমা, অ্যাস্টন ভিলা ও সেল্টিকের মতো জনপ্রিয় ক্লাবগুলো। সব মিলিয়ে টিভি পর্দার সামনে আজ ব্যস্ত সময় কাটবে দর্শকদের।
একনজরে আজকের খেলার সময়সূচি ও টিভি চ্যানেল
ক্রিকেট
নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ (২য় টেস্ট, ২য় দিন)
সময়: ভোর ৪টা, চ্যানেল: টি স্পোর্টস
মেয়েদের বিগ ব্যাশ লিগ (সিডনি সিক্সার্স বনাম পার্থ স্কোরচার্স)
সময়: দুপুর ২:১০, চ্যানেল: স্টার স্পোর্টস সিলেক্ট ১
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (২য় টি-টোয়েন্টি)
সময়: সন্ধ্যা ৭:৩০, চ্যানেল: টি স্পোর্টস
ফুটবল (ইউরোপা লিগ)
জাগরেব বনাম বেতিস- রাত ১১:৪৫ (সনি স্পোর্টস ১)
মিতিউলান বনাম গেঙ্ক- রাত ১১:৪৫ (সনি স্পোর্টস ২)
উট্রেখট বনাম নটিংহাম- রাত ১১:৪৫ (সনি স্পোর্টস ৫)
সেল্টিক বনাম রোমা- রাত ২টা (সনি স্পোর্টস ১)
বাসেল বনাম অ্যাস্টন ভিলা- রাত ২টা (সনি স্পোর্টস ২)
লিওঁ বনাম ইগলস- রাত ২টা (সনি স্পোর্টস ৫)
