বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এফএ কাপের পঞ্চম রাউন্ডে পৌঁছেছে। শুক্রবার রাতে অ্যাওয়ে ম্যাচে তারা টটেনহাম হটস্পারকে ১-০ গোলে হারিয়ে পঞ্চম রাউন্ডে খেলা নিশ্চিত করেছে। ম্যাচের একমাত্র গোলটি করেন নাথান অ্যাকে। ৮৮ মিনিটে ভাগ্য নির্ধারণ এ গোলটি করেন তিনি।
টটেনহামের নতুন স্টেডিয়াম ম্যানচেস্টার সিটির জন্য এক দুর্ভাগ্য বলা যায়। এই স্টেডিয়ামে এ পর্যন্ত পাঁচবার টটেনহামের মুখোমুখি হয়েছে ম্যানসিটি। জয় তো দূরের বিষয় একটা গোলও পর্যন্ত করতে পারেনি। শুক্রবারও সেই শঙ্কা জেগে উঠেছিল। অবশেষে এদিন সেই দুর্ভাগা অবস্থা থেকে দলকে বের করে আনেন অ্যাকে। কেভিন ডি ব্রুইনের কর্নার কিক থেকে উড়ে আসা বলকে জালে জড়িয়ে দেন তিনি।
টটেনহামের খেলোয়াড়রা অবশ্য এ গোল নিয়ে আপত্তি তুলেছিল। তাদের অভিযোগ ছিল সিটির রুবেন ডিয়াস টটেনহামের ভিকারিওকে ফাউল করেছেন। কিন্তু রেফারি ভিএআর দেখে গোলের সিদ্ধান্তে অটল থাকেন।
প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি টটেনহামের কাছে অ্যাওয়েতে সর্বশেষ চার ম্যাচে হেরেছে। ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও একই পরিণতি ভোগ করতে হয়েছিল ম্যানসিটিকে। ০-১ গোলে হেরেছিল তারা। এবার ম্যানসিটি শুধু গোল করেনি, জয়ও পেয়েছে। অ্যাঞ্জে পোস্তেকগলু দায়িত্ব নেওয়ার পর টটেনহাম এই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করতে ব্যর্থ হলো।
ম্যাচ শেষে পোস্তেকগলু দলের হার মেনে নিয়েছেন। বলেছেন, আমরা ম্যাচ জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। কিন্তু শেষ দিকে এসে গোল হজম করেছি। এটা ঠিক যে, তারা আমাদের থেকে ভালো খেলেছে। অন্যদিকে পেপ গার্দিওলা নিজ দলের প্রশংসা করে বলেন, আমরা আজ অসাধারণ খেলেছি। সবকিছুই ভালো হয়েছে। প্রথম থেকে শেষ মিনিট পর্যন্ত আমরা ভালো করেছি। আমরা শিরোপা ধরে রাখার চেষ্টা করছি। প্রত্যেক ম্যাচে আমরা একাধিক সুযোগ তৈরি করছি। যাহোক ম্যাচের ফলাফলে আমি খুশি।
