ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দুই পেনাল্টি মিসের পর এসি মিলানের ড্র

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১১:৫৬ এএম

এক ম্যাচে তিন পেনাল্টি। দুটো পেয়েছিল এসি মিলান, অন্যটি বোলোগনা। মিলান দুটো পেনাল্টির একটাতে গোল করতে পারেনি। বোলোগনা ঠিকই গোল করে এসি মিলানের পয়েন্টে ভাগ বসিয়েছে। ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

নিজেদের মাঠের ম্যাচে এসি মিলান বড় ধাক্কা খায় ২৯ মিনিটে। জোসুয়া জির্কজি বোলোগনাকে এগিয়ে নেন। সমতা আনার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন অলিভার জিরুট। তার শট রুখে দেন বোলোগনা গোলরক্ষক। বিরতির আগেই রুবেন লফটাস গোল করে সমতা ফিরিয়ে আনে।

বিরতির পর মিলান আবার পেনাল্টি পায়। এবারও তারা ভাগ্য বদলাতে পারেনি। এবার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন হার্নান্দেজ। পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। তবে লফটাস ৮৩ মিনিটে গোল করে মিলানকে এগিয়ে নিলেও জয় পাওয়া হয়নি তাদের। ইনজুরি সময়ে পেনাল্টি থেকে গোল করে বোলোগনার হয়ে সমতা ফেরান রিকার্ডো ওরসোলিনি।

ড্র-র ফলে ২২ ম্যাচ থেকে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এসি মিলান। শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৫৩। দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মিলান। তাদের পয়েন্ট ৫১। তবে ইন্টার মিলান দুটো ম্যাচ কম খেলেছে।

FI/BS
আরও পড়ুন