অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার পথে অগ্নিপরীক্ষার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়াটা একেবারেই ভুল হয়নি বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির।
পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরু থেকেই চেপে ধরেছে টাইগার যুবারা। পাকিস্তানি শিবিরে আঘাত করে ইতোমধ্যে ৬ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখার সময় পাকিস্তানের সংগ্রহ ২৮ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৯৬ রান।
