অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল খেলা হলো না আর বাংলাদেশের। বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানের কাছে মাত্র ৫ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো টাইগার যুবাদের।
দক্ষিণ আফ্রিকার বেনোনিতে শনিবার (৩ ফেব্রুয়ারি) সুপার সিক্স পর্বের ম্যাচে পাকিস্তানকে ১৫৫ রানে অলআউট করে বাংলাদেশ। এরপর ৩৮.১ ওভারের মধ্যে ১৫৬ রানের টার্গেট ছুঁয়ে ফেলতে পারলেই চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে উঠে যেত যুবারা। যদিও মাহফুজুর রহমান রাব্বীর দল ৩৫.৫ ওভারে ১৫০ রানে অলআউট হয়ে গেলে তাদের সেমিফাইনালের স্বপ্ন ভঙ্গ হয়।
একটি পর্যায়ে পেন্ডুলামের মতোই দুলছিল ম্যাচের ভাগ্য। প্রথমে বোলাররা বাংলাদেশকে দারুণ এক ভিত গড়ে দেয়। এরপর ১৫৬ রানের টার্গেটে ইতিবাচক সূচনা করে বাংলাদেশ। যদিও পেসম্যান উবাইদ শাহ ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তিনি ৫ উইকেট শিকার করেন। ৩ উইকেট নিয়ে তাকে সুযোগ্য সঙ্গ দেন আলি রেজা। সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষ উইকেটটি নেন মোহাম্মদ জিশান। মারুফ মৃধাকে বোল্ড করে তিনিই পাকিস্তানের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন।
