ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেলো পাকিস্তান

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ০৫:৪৭ পিএম

খবরসংযোগ ডেস্ক: ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই হারের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে অবশেষে জয় পেলো পাকিস্তান ক্রিকেট দল। রোববার নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের ৬ উইকেটে হারালো বাবর আজমের দল।

পার্থ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে নেদাল্যান্ডস। শুরুতেই পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়ে ডাচরা। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯১ রান করতে সক্ষম হয় নেদারল্যান্ডস।

সর্বোচ্চ ২৭ রান করেন কলিন অ্যাকারম্যান। পাকিস্তানের সফলতম বোলার শাদাব খান ২২ রান খরচায় নেন ৩ উইকেট।

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৩৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান। ৩৯ বলে ৪৯ রান করে ফেরেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ৫ বলে ৪ রান করেন অধিনায়ক বাবর আজম।

নেদারল্যান্ডসের বিপক্ষে একাদশে সুযোগ পাওয়া ফখর জামানের ব্যাট থেকে আসে ১৬ বলে ২০ রান। ২২ রান খরচায় ২ উইকেট নেন ব্রেন্ডন গ্লোভার।

ম্যাচসেরা হয়েছেন শাদাব খান।

এই জয়ে ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে পাকিস্তান। সেমিফাইনাল নিশ্চিত করতে হলে বাকি দুই ম্যাচেও জয়ের বিকল্প নেই তাদের। তারপরও তাকিয়ে থাকতে হতে পারে অন্যদের সমীকরণের ওপর।

AHR
আরও পড়ুন