বাংলাদেশ-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২১ মার্চ (বৃহষ্পতিবার) থেকে শুরু। মিরপুরের শেরে-ই-বাংলা স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচ। তার আগে দলের অবস্থা ও প্রত্যাশার কথা জানাতে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
বুধবার (২০ মার্চ) সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জ্যোতি বলেন, তারা বিশ্ব চ্যাম্পিয়ন এবং অবশ্যই তারা ভালো দল। তাদের বিপক্ষে খেলা আমাদের দলের জন্য একটা বড় অভিজ্ঞতা। আমরা যেভাবে খেলে আসছি, বিশেষ করে গত ৬/৭ মাস যেভাবে খেলছি তাতে করে তারা আমাদেরকে হালকাভাবে নেয়নি। তারা কিন্তু শক্তিশালী দল নিয়েই এসেছে। সবকিছু মিলিয়ে যতগুলো সিরিজ খেলেছি ভারত, পাকিস্তান বা দক্ষিণ আফ্রিকা যাদের নাম বলুন না কেন তাদের থেকে অস্ট্রেলিয়া দল ভালো।
অস্ট্রেলিয়ার তুলনায় সিরিজে বাংলাদেশ কোথায় এগিয়ে থাকবে এমন প্রশ্নের জবাবে জ্যোতি বলেন, প্রথমত হচ্ছে হোম কন্ডিশন। আমার মনে হয় কন্ডিশনের দিক থেকে তাদের কাছে বাংলাদেশ অনেক বেশি অচেনা। তারা কখনও এখানে খেলেনি। তবে সাম্প্রতিক সময়ে তাদের বেশ কয়েকজন খেলোয়াড় ভারতে আইপিএলে খেলেছে। বাংলাদেশ ও ভারতের উইকেটের চরিত্র একই থাকে। ফলে এখানকার কেমন কন্ডিশনে খেলা হবে তারা একটু হলেও জানে।
বাংলাদেশের শক্তির জায়গা সম্পর্কে জ্যোতি বলেন, আমরা কিছুদনি আগে দক্ষিণ আফ্রিকা থেকে এসেছি। সেখানে আমাদের ব্যাটিং ভালো হয়েছে। আবার পাকিস্তানের বিপক্ষে যখন নিজেদের মাটিতে খেলেছি তখন বোলিংটা অনেক বেশি শক্তিশালী মনে হয়েছে। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে কালকের দিনটা কে, কিভাবে, কোন ইউনিট সবথেকে বেশি কনট্রিবিউট করতে পারে তা দেখতে হবে।
