সিলেট টেস্ট

দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় ফিরলেন শাহাদাত ও জয়

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১১:২৯ এএম

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ওভারে ষষ্ঠ ওভারে সাজঘরে ফিরলেন মাহমুদুল হাসান জয়। শনিবার (২৩ মার্চ) সকালে দুজন মিলে যোগ করেছেন ২১ রান।

লাহিরু কুমারার করা ১৫.১ ওভারে ক্যাচ তোলার আগে ৪৬ বলে ১২ রান করেন জয়। তাইজুলের সঙ্গে উইকেটে আছেন লিটন, তিনি করেছেন ২ রান। এরপর ৩ চারে ২৬ বলে ১৮ রান করে ফিরলেন শাহাদাত। টেস্টের প্রথম দিনে ২৮০ রান তুলে অলআউট হয় লঙ্কানরা। 

দিনের শুরু থেকেই ইতিবাচক ক্রিকেট খেলেছেন তাইজুল। অন্যপ্রান্তে জয়কে অবশ্য বেশ সংগ্রামই করতে হয়েছে লঙ্কান পেসারদের বিপক্ষে। ৯ রান নিয়ে এদিন ব্যাট করতে নেমে ১২ বলে মাত্র ৩ রান যোগ করেছেন টাইগার ওপেনার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৫ রান। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার চেয়ে এখনও ১৯৫ রানে পিছিয়ে আছে টাইগাররা।
 

MB/FI