ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিকেএসপি কাপ ভলিবলে বিকেএসপি লাল দল চ্যাম্পিয়ন

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৬:২৩ এএম

প্রথম বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে বিকেএসপি লাল দল চ্যাম্পিয়ন হয়েছে ।

সোমবার (২৯ এপ্রিল) বিকেলে বিকেএসপির জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ খেলায় বিকেএসপি লাল দল  ৩-০ (২৫-১৩, ২৫-২১ ও ২৭-২৫)  সেটে নেপালের রুরাল  মিউনিসিপ্যালিটি  ভলিবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

খেলা শেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব  ড. মহিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।  অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো: মোতাহের হোসেন, এনডিসি, পিএসসি ।

ছয়দিনব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বিকেএসপির ২টি দল ছাড়াও মালদ্বীপের পুলিশ ক্লাব ও নেপালের রুরাল  মিউনিসিপ্যালিটি  ভলিবল দল অংশগ্রহণ করে।

AH
আরও পড়ুন