ঢাকা
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

সেমিফাইনালে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

আপডেট : ২৭ জুন ২০২৪, ০৬:১৩ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে মুখোমুখি আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। দুই দলের সামনে লক্ষ্য এক। জয় নিয়ে শিরোপা দৌড়ে এগিয়ে যাওয়া। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে এমন ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। 

এবারের বিশ্বকাপে একাধিক ম্যাচ বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছে। তবে এ ম্যাচে তেমন শঙ্কা নেই বললেই চলে। বৃষ্টি আশঙ্কা নেই বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। পিচও ভালো। আগে ব্যাটিং করে ১৫০ রান করলেও তার ওপর নির্ভর করা যাবে। তবে এ মাঠে কোনো দল পরে ব্যাট করতে চাইবে না। উভয় দলে অপরিবর্তিত রয়েছে।

টি-টোয়েন্টি ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের স্মৃতিটা মোটেও স্বস্তিদায়ক নয়। দুই ম্যাচের দুটোতেই হেরেছে। এবার ফিরিয়ে দেওয়ার পালা আফগানিস্তানের। সে সামর্থ্য যে তাদের রয়েছে সেমিফাইনালে খেলা তারই প্রমাণ।

AH