জাসপ্রীত বুমরাহ কে ভারতীয় পেস আক্রমণের হৃদয়স্পন্দন বলা হয়। তবে তার প্রতিভা যেমন অমূল্য, তেমনি তার শরীরও ভঙ্গুর। আর তাই, সাম্প্রতিক ইংল্যান্ড সিরিজে তিনটি টেস্ট খেলানোর পর এবার বুমরাহকে নিয়ে আরও সাহসী সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।
একটি রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে বুমরাহকে আগে থেকেই তিনটি টেস্টে সীমাবদ্ধ রাখার পরিকল্পনা ছিল। সেটি সফলভাবে বাস্তবায়ন করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এবার সেই পরিকল্পনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চায় তারা। বিশেষ করে বুমরাহর ফিটনেস দীর্ঘমেয়াদে ধরে রাখতে।
বিসিসিআই এখন মূল ফোকাস রাখছে ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ঘরের মাঠে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই আসরের জন্যই বুমরাহকে পুরোপুরি প্রস্তুত ও ফিট রাখতে চায় তারা। বোর্ডের দৃষ্টিতে, আইসিসি টুর্নামেন্ট ও গুরুত্বপূর্ণ সিরিজে বুমরাহকে ‘ফুল ফিট’ অবস্থায় পাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার।
ইংল্যান্ড সিরিজ শেষে বুমরা নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'একটা অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং টানটান উত্তেজনা পরিপূর্ণ সিরিজ় থেকে অনেক স্মরণীয় মুহূর্ত সঙ্গে নিয়ে আমরা ফিরছি। ভবিষ্যতে যা আসছে, সেইদিকে তাকিয়ে রয়েছি।' বুমরার বার্তার এই শেষ অংশটুকু ঘিরেই অনেক সমর্থক চিন্তা।
বিসিসিআই-এর এক আধিকারিক দাবি করেছেন, ' দুর্ভাগ্যবশত বুমরার হাঁটুতে চোট রয়েছে। তবে সেই চোট খুব একটা গুরুতর নয় এবং তার জন্য অস্ত্রোপ্রচারেরও প্রয়োজন নেই। বিসিসিআইয়ের মেডিক্যাল দল ওর চোটটা খতিয়ে দেখছে।' এই কারণেই তাঁর এশিয়া কাপে অংশগ্রহণ ঘিরেও সংশয় তৈরি হয়েছে। বারংবার এই চোটআঘাতের জেরে বুমরার শরীর টেস্ট ক্রিকেটের ধকল নিতে কতটা পারবে সেই নিয়ে অনেকেই সন্দিহান।
সবচেয়ে বড় ব্যাপার হলো, বুমরাহ যেসব ম্যাচে খেলেননি, সেগুলোতেও ভারত জয় পেয়েছে। বুমরাহর অনুপস্থিতিতে মোহাম্মদ সিরাজ ৫ ম্যাচে নিয়েছেন ২৩ উইকেট। তার সঙ্গে আকাশ দীপ ও প্রসিদ্ধ কৃষ্ণ যথাক্রমে তিন টেস্টে ১৩ ও ১৪ উইকেট নিয়েছেন।এই পারফরম্যান্স দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে এমনকি বুমরাহকে রেস্ট দিয়ে খেলাতেও তারা প্রস্তুত।
বিশ্রাম শেষ, লড়াইয়ের মঞ্চে বাংলাদেশ
ব্রাজিল ভক্তদের জন্য সুখবর মাঠে ফিরছেন নেইমার
চ্যাম্পিয়নস লিগ জয়ী পর্তুগিজ অধিনায়কের মৃত্যু