স্বপ্নের মতো উড়ছিল আফগানিস্তান। প্রথমবারের মতো কোনো বড় ধরনের টুর্নামেন্টে সেমিফাইনালে পৌঁছানো দলটি মাত্র ৫৬ রানে অল আউট হয়েছে। মাত্র ১১.৫ ওভারে সব উইকেট হারায় তারা।
টস জয়ের পর আফগানিস্তান অধিনায়ক রশিদ খান আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু তার সিদ্ধান্ত যে এতটা ভয়ঙ্কর হয়ে দেখা দেবে তা হয়তো ভাবতে পারেননি তিনি। ব্যাটিংয়ের শুরুতেই একের পর এক উইকেট হারাতে থাকে তারা। প্রথম ওভারেই মার্কো ইয়ানসেন আঘাত হানেন। একমাত্র আজমাতুল্লাহ ওমরজজাই নিজের রানকে দুই অংকে নিতে পেরেছেন। আর কেউ দুই অঙ্কের রানের দেখা পাননি। তবে সর্বোচ্চ রান এসেছে অতিরিক্ত খাত থেকে। ১৩ রান এসেছে এ খাতে।
৬.৩ ওভারে আফগানিস্তান ২৮ রানে ৬ উইকেট হারিয়েছিল। সপ্তম উইকেটে ২২ রান যোগ হয় তাদের ইনিংসে। অন্যথায় বড় ধরণের বিপর্যয়ের মুখে পড়তো আফগানরা।
মার্কো ইয়ানসেন ও তাবরাইজ শামসি মূল সর্বনাশটা করেন আফগানিস্তানের। উভয় তিনটি করে উইকেট নেন। তবে সামশি মাত্র ১.৫ ওভারে ৬ রানে তিন উইকেট নেন। ইয়ানসেনের খরচ ১৬ রান। তিন ওভার বোলিং করেছেন তিনি। এছাড়া কাগিসো রাবাদা ও আনরিক নরকিয়া দুটো করে উইকেট পান।
