টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দল অবশেষে দেশে পৌঁছেছে। বৃহষ্পতিবার (৪ জুলাই) সকালে ক্রিকেটারদের বহনকারী বিশেষ বিমানটি দিল্লি বিমান বন্দরে পৌঁছায়। এ সময়ে ইন্দিরা গান্ধী বিমান বন্দরে ভক্তরা তাদের স্বাগত জানায়।
রোহিত শর্মার নেতৃত্বে ভারত ৭ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপ জয় করে। দীর্ঘ ১১ বছর ব্যবধানে তারা আইসিসি ট্রফি জয় করে।
২৯ জুন টুর্নামেন্ট শেষ হলেও খারাপ আবহাওয়ার কারণে ভারতীয় ক্রিকেট দল এতদিন বার্বাডোজে আটকে ছিল। আবহাওয়া ভালো হলে ভারতীয় ক্রিকেট বোর্ড বিশেষ বিমানে তাদের দেশে ফেরার ব্যবস্থা করে। প্রায় ১৬ ঘন্টা পর ভারতীয় সময় সকাল ছয়টায় বিমানটি দিল্লি বিমানবন্দরে পৌঁছায়।
ভারতীয় ক্রিকেট দল ভারতীয় সময় সকাল ৯টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত করবে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তারা মুম্বাইয়ে যাবে। সেখানে তারা রোড শো করবে।
