পেলের আরও এক রেকর্ড ম্লান করলেন ইয়ামেল

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৬:৪৩ এএম

ব্রাজিলের কিংবদন্তী পেলে ১৯৫৮ সালে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপের ফাইনালে খেলার কীর্তি গড়েছিলেন। স্পেনের লামিনে ইয়ামেল ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলে সেই রেকর্ড ভেঙ্গে দিয়েছেন।

রোববার (১৪ জুলাই) রাতে অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নেমে ইয়ামেল বিশ্বকাপ বা ইউরো চ্যাম্পিয়নশিপে সবচেয়ে কম বয়সে ফাইনাল খেলার কীর্তি গড়েছেন।

পেলে যখন বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন তখন তার বয়স ছিল ১৭ বছর ২৪৯ দিন। আর রোববার ইয়ামেল যখন ফাইনাল খেলতে মাঠে নামেন তখন তার বয়স ১৭। সুইডেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে পেলের জোড়া গোলে ব্রাজিল ৫-২ ব্যবধানে জয় পেয়েছিল। ইয়ামেল অবশ্য গোল পাননি। তবে গোলে সহায়তা করেছেন। আর তাতেই ইংল্যান্ডের বিপক্ষে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২-১ গোলে জয় পেয়েছে স্পেন। টুর্নামেন্টে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন তিনি।

ইয়ামেল শুধু টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন তা নয়, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সর্বাধিক গোলে সহায়তাকারীর কীর্তি গড়েছেন। টুর্নামেন্টে তিনি একটি গোলের পাশাপাশি চারটি গোলের রূপকার ছিলেন। ১৯৮০ সাল থেকে ইউরোতে গোলে সহায়তাকারীর রেকর্ড সংরক্ষণ করা হচেছ। তখন থেকে ইয়ামেলের এই চার গোলের সহায়তা রেকর্ডের শীর্ষে স্থান করে নিয়েছে। একই সঙ্গে ইউরোর এক আসরের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে গোল করা বা গোলে সহায়তা করার কীর্তি গড়েছেন।

এ নিয়ে ইয়ামেল এক সপ্তাহে দুইবার পেলের রেকর্ড ম্লান করলেন। এর আগে তিনি সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে কোনো বড় ধরণের টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার কীর্তিকে ম্লান করেছিলেন।

ফাইনাল শেষে ইয়ামেল বলেন, আমি অত্যন্ত খুশি। আমি এখন দেশে ফেরার অপেক্ষায় রয়েছি। সেখানে আমি আমার ভক্তদের সঙ্গে শিরোপা জয়ের উৎসব করবো।'

ইয়ামেল আরো বলেন, এটা আমার স্বপ্ন ছিল। তবে এটা কঠিন ছিল। তারা আমাদের ওপর বেশ চাপ প্রয়োগ করেছিল।

AH
আরও পড়ুন