ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিশ্ব দাবা অলিম্পিয়াড

দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, বাংলাদেশ ৭৮ ও ৮১তম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৩ এএম

বিশ্ব দাবা অলিম্পিয়াডের শেষ দিন উন্মুক্ত বিভাগে জয় পেয়েছে বাংলাদেশ। কিন্তু এই বিভাগে এবারই সবচেয়ে বাজে অবস্থানে থাকতে হলো তাদেরকে। ৭৮তম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছে উন্মুক্ত বিভাগ। আর মহিলা বিভাগে বাংলাদেশের অবস্থান ৮১তম। ১৭০ দেশের অংশগ্রহণে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত অলিম্পিয়াডে দাপট দেখিয়ে দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত।

আজ শেষ রাউন্ডে বাংলাদেশ উন্মুক্ত বিভাগে ৩-১ গেম পয়েন্টে হারায় দক্ষিণ কোরিয়াকে। টানা দুই রাউন্ডে জিএম নর্ম মিস করায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান এই রাউন্ডে বিশ্রামে ছিলেন। দুই ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও মনন রেজা নীড় ড্র করেন। দুই গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও নিয়াজ মোর্শেদ জিতেছেন।

উন্মুক্ত বিভাগে বাংলাদেশ ২০১২ সালের ইস্তাম্বুল অলিম্পিয়াডে সবচেয়ে ভালো ফলাফল করেছিল। তাদের জন্য সেরা পঞ্চাশের আশেপাশে থাকা অপ্রত্যাশিত নয়। কিন্তু এবার তারা অনেক পেছনে থাকলো।

এদিকে নারী দলের আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ৮২ বছর বয়সে টানা ছয় বোর্ড জিতে নজর কেড়েছেন। তিনি জিতলেও অন্যরা সমানতালে না জিততে পারায় দলীয় পয়েন্ট সেভাবে অর্জিত হয়নি। তাই ৮১ নম্বরে থেকে সন্তুষ্ট থাকতে হচ্ছে।

MMS
আরও পড়ুন