ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কিংবদন্তি বক্সার টাইসনকে হারিয়ে জ্যাক পলের ইতিহাস

বছরের সব থেকে বড় বক্সিং ম্যাচ বনে যাওয়া এই লড়াই নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছিল তুমুল আলোচনা।

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০২:৪০ পিএম

কিংবদন্তি মার্কিন বক্সার মাইক টাইসন পেশাদার বক্সিং থেকে অবসর নেন ২০০৫ সালে। অবসরের ১৯ বছর পর আবারও লড়াইয়ে ফিরলেন তিনি। তবে এবার প্রথাগত কোনো প্রতিপক্ষ নয়, তার সামনে ছিলেন এক ইউটিবার, জেক পল। তবে তার বিপক্ষেও জিততে পারেননি এই কিংবদন্তি।

টাইসনের সঙ্গে পলের বয়সের পার্থক্য ৩১ বছরের। ২০০৫ সালে যখন অবসরে যাচ্ছেন টাইসন, তখন পলের বয়স মোটে ৮ বছর। সেই পলই তার প্রতিপক্ষ ছিলেন। তবে বয়সের ছাপটাকে জয় করতে পারেননি টাইসন। হেরেছেন সরাসরি ব্যবধানে।

নেটফ্লিক্সের আয়োজনে যুক্তরাষ্ট্রের আর্লিংটনে এটিএন্ডটি স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় সকাল ১১টায় দুজন মুখোমুখি হয়েছিলেন। সে লড়াইয়ে বয়সের কারণে ৫৮ বছর বয়সী টাইসন স্বাভাবিকভাবেই পিছিয়ে ছিলেন। দ্বিতীয় রাউন্ডের পরেই খানিকটা হাঁপিয়ে উঠেছিলেন। খেলোয়াড়ি জীবনে মাত্র ৬টি ম্যাচে হেরেছিলেন টাইসন। সেই তিনি এই লড়াই শেষে হারেন ইউটিউবার পলের কাছে।

বছরের সব থেকে বড় বক্সিং ম্যাচ বনে যাওয়া এই লড়াই নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছিল তুমুল আলোচনা। তবে ম্যাচ শেষে একে অপরকে প্রশংসায় ভাসিয়েছেন এ দুজন। পল টাইসনকে সর্বকালের সেরা বলে অভিহিত করেন। টাইসনও পলকে ভালো বক্সার আখ্যা দেন।

১৯৮৫ সাল থেকে পেশাদার বক্সিং শুরু করা টাইসন বিখ্যাত ছিলেন তার রিংয়ের দাপটের জন্য। যে কারণে তাকে বক্সিংয়ের ‘লৌহমানব’ও বলা হয়। ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিলেন তিনি। মাত্র ২০ বছর ৪ মাস ২২ দিন বয়সে ইতিহাসের সর্বকনিষ্ঠ বক্সার হিসেবে হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন টাইসন।

JA
আরও পড়ুন