অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গৌরবময় এই অর্জনের ২৪ ঘণ্টা না পেরোতেই এবার চ্যাম্পিয়নদের সুখবর দিলেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (৯ ডিসেম্বর) আজিজুল হাকিম তামিমের দলকে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি।
জাতীয় ক্রীড়া পরিষদ সচিবের সাক্ষরিত বিবৃতিতে বলা হয়, অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের গৌরবময় সাফল্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তথা জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ হতে উপদেষ্টা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মাননীয় চেয়ারম্যান, জাতীয় ক্রীড়া পরিষদ অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট দলকে ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করছেন।
এর আগে, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারত। ৪৯ দশমিক ১ ওভারে ১৯৮ রানে অলআউট হয় টাইগার যুবারা। জবাবে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কোনঠাসা হয়ে যায় ভারত। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। শেষ পর্যন্ত ৩৫ দশমিক ২ ওভারে ১৩৯ রানে ভারত গুটিয়ে গেলে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে লাল-সবুজের যুবারা।
২০২৩ সালে এই স্টেডিয়ামেই স্বাগতিক আরব আমিরাতকে হারিয়ে যুব এশিয়া কাপ ক্রিকেটে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল বাংলদেশ।
