ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আজ অ্যাডিলেডে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০১:২৭ পিএম

খবরসংযোগ ডেস্ক: অস্ট্রেলিয়ার স্টেডিয়াম অ্যাডিলেডে আজ(২ নভেম্বর) বেলা ২টায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে এই মাঠেই জয় পেয়েছে বাংলাদেশ । অ্যাডিলেড ওভালে এখন পর্যন্ত এই একটা ম্যাচই খেলেছে বাংলাদেশ।

সেই ম্যাচ সম্পর্কে সাকিব বলেন, ‘ওই দলের থেকে মনে হয় শুধু আমি আর তাসকিন আছি। অবশ্যই ভালো স্মৃতি। ভালো স্মৃতিগুলো সব সময়ই অনুপ্রেরণা জোগায়। আশা করি সেই স্মৃতি যেন আমাদের মানসিকভাবে একটু সাহায্য করে।’

৭ বছর আগের বিশ্বকাপের সেই ম্যাচে বাংলাদেশ দলে ছিলেন সৌম্যও। সংবাদ সম্মেলনে যাঁর নাম বলতে ভুলে গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক।  অর্থাৎ, অ্যাডিলেড ওভালে বাংলাদেশের সেই জয়ের ম্যাচে তিন খেলোয়াড়কে আজকের ম্যাচে পাচ্ছে বাংলাদেশ—সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও সৌম্য সরকার।

AHR
আরও পড়ুন