বিসিবির প্রথম আঞ্চলিক কার্যালয় হচ্ছে সিলেটে, উদ্বোধন আজ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:০৫ এএম

দেশে প্রথমবারের মতো আঞ্চলিক কার্যালয় চালু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। আজ শনিবার (৩ জানুয়ারি) সিলেটে কার্যালয়ের উদ্বোধন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

শুক্রবার (২ জানুয়ারি) এক চিঠিতে এ তথ্য জানিয়ে বিসিবি পরিচালক রাহাত শামস বলেন, ‘বিসিবি কর্তৃক সিলেট আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা, আঞ্চলিক ক্রিকেট উন্নয়নকে শক্তিশালীকরণ এবং দেশজুড়ে তৃণমূল পর্যায়ের উদ্যোগগুলোকে সম্প্রসারিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

তিনি আরো বলেন, ‘এই উদ্যোগটি ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের অধীনে বিসিবির বিকেন্দ্রীকরণ কৌশলের অংশ, যার লক্ষ্য দেশব্যাপী কর্মক্ষম কার্যকারিতা ও উন্নয়নমূলক কার্যক্রম সম্প্রসারণ করা। সিলেট অফিস হবে বিসিবির প্রথম আঞ্চলিক কার্যালয়, যা আরো অন্তর্ভুক্তিমূলক, আঞ্চলিকভাবে ক্ষমতায়িত ও টেকসই ক্রিকেট উন্নয়ন কাঠামোর প্রতিফলন ঘটাবে।’

বিসিবি সূত্রে জানা গেছে, ক্রিকেটকে দেশের তৃণমূলে ছড়িয়ে দিতে পর্যায়ক্রমে চট্টগ্রাম, বরিশাল, খুলনাসহ অন্য বিভাগগুলোতেও একইভাবে বিসিবির অফিস খোলা হবে। আঞ্চলিক কার্যালয়গুলোকে ‘অ্যাসোসিয়েশন’ নামে নয়, নির্দিষ্ট বিভাগের নামেই পরিচালনা করা হবে। নাম হতে পারে-বিসিবি সিলেট, বিসিবি চট্টগ্রাম।

প্রতিটি অফিসে একজন প্রধান থাকবেন, যার নেতৃত্বে চলবে সব কার্যক্রম। তাদের জন্য আলাদা অর্গানোগ্রাম ও স্টাফ কাঠামো থাকবে। এছাড়া আঞ্চলিক অফিসপ্রধান নিয়োগে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আবেদন আহ্বান করা হবে, যাতে যোগ্য ও দক্ষ ব্যক্তিরা দায়িত্ব পান।

ভারতের রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন কিংবা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ টেস্ট খেলা দেশগুলোর মতো আঞ্চলিক ব্যবস্থাপনা গড়ে তুলতে বিসিবির এই উদ্যোগ। এর মাধ্যমে ঢাকার বাইরে ক্রিকেট ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম আরো শক্তিশালী হবে। সূত্র : বাসস

HN
আরও পড়ুন