ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মাইলস্টোনে নিহতদের জয় উৎসর্গ করলো বাংলাদেশ দল

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১১:০৩ এএম

মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শোকের বোঝা মাথায় নিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ম্যাঠে নেমেছিল বাংলাদেশ। যেখানে দুর্দান্ত পারফরম্যান্স করে জয় তুলে নিয়ে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এই সিরিজ বিমান দুর্ঘটনায় নিহতদের উৎসর্গ করেছেন লিটন কুমার দাস।

মঙ্গলবার (২২ জুলাই) ম্যাচ শেষ পুরস্কার বিতরণীর মঞ্চে এই ঘোষণা দেন টাইগার অধিনায়ক।

লিটন বলেন, পাওয়ার প্লেতে আমাদের ভালো করা দরকার ছিল তবে সেটা আমরা করতে পারিনি। জাকের এবং মেহেদী দারুণ ব্যাটিং করেছে। আমরা দারুণ বোলিং করেছি মাঝের সময় ছাড়া। কিছু ভুল অবশ্য ছিল, বিশেষ করে ক্যাচ মিস। আর সিরিজটি আমরা সম্প্রতি বিমান দুর্ঘনার যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য উৎসর্গ করছি।

এদিন আগে ব্যাট করে পাকিস্তানকে ১৩৪ রানের সহজ লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে শেষ পর্যন্ত লড়াই করে ১২৫ রানে অলআউট হয় পাকিস্তান। এতে ৮ রানের জয় পায় বাংলাদেশ। এতে ১ ম্যাচ আগে সিরিজ নিশ্চিত করল লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথমবার পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক কোনো টি-টোয়েন্টি সিরিজ জিতল টাইগাররা। এর আগে ৬টি টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যেখানে ৫টিতেই জিতেছিলর পাকিস্তান। আর একটি জয় টাইগারদের, সেটি ছিল ১ ম্যাচের সিরিজ।

তাই এক ম্যাচের বেশি এমন টি-টোয়েন্টি সিরিজে এই প্রথম জয় পেল বাংলাদেশ দল। তৃতীয় ম্যাচে জয় তুলতে পারলে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার ইতিহাস গড়বে।

NB
আরও পড়ুন