বিপিএলের দ্বাদশ আসর শুরুর মাত্র দুই দিন আগে বড় চমক দিল নতুন ফ্রাঞ্চাইজি ‘নোয়াখালী এক্সপ্রেস’। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর পর এবার তার ছেলে হাসান ইসাখিলকেও দলে ভিড়িয়েছে তারা। এর ফলে বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো একই দলের হয়ে মাঠে নামবেন বাবা ও ছেলে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা-ছেলের ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে নোয়াখালী এক্সপ্রেস কর্তৃপক্ষ। ক্রিকেটে বাবা-ছেলের একসঙ্গে খেলার ঘটনা অবশ্য এটিই প্রথম নয়; এর আগে আফগানিস্তানের ঘরোয়া লিগেও একই দলে খেলেছেন নবী ও ইসাখিল।
১৯ বছর বয়সী হাসান ইসাখিল একজন ডানহাতি ওপেনিং ব্যাটার। এখনো জাতীয় দলে অভিষেক না হলেও আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে নিজের প্রতিভার জানান দিয়েছেন তিনি।
আগামী ২৬ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী দিনেই মাঠে নামছে নোয়াখালী এক্সপ্রেস। রাত পৌনে আটটায় নিজেদের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসের।
নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াড
হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, সেদিকউল্লাহ আতাল, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মাজ সাদাকাত, জহির খান, মোহাম্মদ নবী, ইবরার আহমেদ, বিলাল সামি ও হাসান ইসাখিল।
বিপিএলের উদ্বোধনী ম্যাচের সময়সূচি পরিবর্তন