ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৭:০৯ এএম

নারী ওয়ানডে বিশ্বকাপের মেগা আসর ইতোমধ্যেই শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। 

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচ। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিরা আশা করছেন, পাকিস্তানকে হারিয়ে দলটি বিশ্বকাপে একটি শক্তিশালী শুরু করবে।

কলম্বোতে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে জ্যোতিরা বলেন, ‘এখন নতুন দিন, নতুন সুযোগ। আমরা চাই প্রথম ম্যাচটি ভালো হোক। যদি শুরু ভালো হয়, পুরো টুর্নামেন্টে আত্মবিশ্বাস নিয়ে এগোনো যাবে।’

তিনি আরও উল্লেখ করেন, পাকিস্তানের বিপক্ষে আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দল দারুণ লড়াই প্রদর্শন করতে পারবে। জ্যোতি বলেন, আমরা চাই পরিকল্পনাগুলো সহজ রাখতে, কম ভুল করতে এবং ভালো ম্যাচ খেলতে।

এই বিশ্বকাপে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। প্রতিটি দল সাতটি করে ম্যাচ খেলবে এবং প্রথম রাউন্ডের সেরা চার দল সেমিফাইনালে উঠবে।

HN
আরও পড়ুন