ঢাকা
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অবশেষে জল্পনা সত্যি করে বিয়ে বাতিল করলেন স্মৃতি 

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম

ভারতের বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা অবশেষে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটালেন। সংগীত পরিচালক পলাশ মুচ্ছলের সঙ্গে তার বহু প্রতীক্ষিত বিয়েটি বাতিল করেছেন স্মৃতি। গত কয়েক সপ্তাহ ধরে তার ব্যক্তিগত জীবন নিয়ে চলা নানা আলোচনা ও সমালোচনার পর নিজের ইনস্টাগ্রাম পোস্টে এই সিদ্ধান্তের কথা স্পষ্ট করে জানিয়েছেন তিনি।

২৩ নভেম্বর বহু ধুমধাম করে স্মৃতি এবং পলাশের বিয়ের দিন ধার্য ছিল। সোশ্যাল মিডিয়ায় বেশ উৎসাহের সঙ্গেই ভক্তদের সাথে সেই আনন্দ ভাগ করে নিচ্ছিলেন স্মৃতি। কিন্তু বিয়ের দিন সকালেই আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন স্মৃতির বাবা। জানা যায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এই ঘটনার পর স্মৃতির পক্ষ থেকে প্রথমে বিয়ে স্থগিত রাখার কথা জানানো হয়। একই দিনে পলাশকেও হাসপাতালে ভর্তি হতে হয়।

বিয়ে স্থগিত হওয়ার পর থেকেই জল্পনা-কল্পনা শুরু করে। ঘটনার একদিন পরে সোশ্যাল মিডিয়ায় কিছু মেসেজের স্ক্রিনশট ভাইরাল হয়, যেখানে পলাশ এক মহিলাকে বার্তা দিয়ে তার একাকীত্বের কথা জানাচ্ছেন এবং তাকে সাঁতারের জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। এর আগে স্মৃতি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বিয়ে সংক্রান্ত সব পোস্ট ডিলিট করে দেন। যদিও সে সময় পলাশের মা ও বোন জানিয়েছিলেন, বিয়ে হবে। কিন্তু একের পর এক গুঞ্জন বাড়তেই থাকে।

অবশেষে সমস্ত গুঞ্জনকে সত্যি প্রমাণ করে স্মৃতি মান্ধানা নিজেই বিয়ে বাতিলের ঘোষণা দিলেন। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে চাওয়া এই ক্রিকেটার তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবনকে ঘিরে অনেক জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। আমি মনে করি এখন আমার পক্ষে কথা বলা গুরুত্বপূর্ণ। আমি খুব ব্যক্তিগত জীবনযাপন করি এবং সেটি বজায় রাখতে চাই। তবে স্পষ্ট করে জানাতে চাই বিয়ে বাতিল করা হয়েছে।,

তিনি আরও বলেন, ‘আমি এই বিষয়টি এখানেই শেষ করতে চাই এবং আপনাদের সকলকে একই অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদের অনুরোধ করছি, দয়া করে এই মুহূর্তে উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের নিজস্ব গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ দিন।’

ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়েও স্মৃতি তার মূল লক্ষ্যের দিকে মনোনিবেশ করার অঙ্গীকার করেছেন। পোস্টে তিনি উল্লেখ করেছেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের সকলের এবং আমার একটি উচ্চতর উদ্দেশ্য রয়েছে। সব সময় সর্বোচ্চ স্তরে দেশের প্রতিনিধিত্ব করে আসছি। আমি আশা করি, যতদিন সম্ভব ভারতের হয়ে খেলা চালিয়ে যাব এবং ট্রফি জিততে পারব। তাতেই আমার মনোযোগ থাকবে। আপনাদের সকলের সমর্থনের জন্য ধন্যবাদ। এগিয়ে যাওয়ার সময় এসেছে।’

NB/FJ