জাতীয় দলের এক সময়ের নির্ভরযোগ্য পেসার শফিউল ইসলাম সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
রোববার (৪ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টের মাধ্যমে এই কঠিন সিদ্ধান্তের কথা জানান তিনি।
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছিলেন ৩৬ বছর বয়সী এই পেসার। অবসরের ঘোষণায় শফিউল লেখেন, ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিতে যাচ্ছি। আমি শফিউল ইসলাম, আজ থেকে সকল ধরনের প্রফেশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল।’
বিসিবি, সতীর্থ, কোচ এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও যোগ করেন, ‘আপনাদের দোয়া ও ভালোবাসা ছাড়া আজকে পর্যন্ত আসা সম্ভব ছিল না। নতুন জীবনে পদার্পণ করছি, সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। ক্রিকেটের সাথে ছিলাম, ক্রিকেটের সাথেই থাকব।’
২০০৭ সালে লিস্ট ‘এ’ ম্যাচ দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন শফিউল। ২০১০ সালে জাতীয় দলে অভিষেকের পর তিনি ১১টি টেস্ট, ৬০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে ৯১টি আন্তর্জাতিক ম্যাচে তার ঝুলিতে রয়েছে ১০৭টি উইকেট। ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটিই ছিল দেশের জার্সিতে তার শেষ পদচারণা।
অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের অবসর ঘোষণা
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন আন্দ্রে রাসেল