ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দ্বি-পাক্ষিক সিরিজ

ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১০:০৮ এএম

ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। সফরে তারা তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলবে। শনিবার (১৬ মার্চ) রাতে দলের একটি অংশ ঢাকায় পৌঁছেছে।

ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার সফর। ২১ মার্চ প্রথম ওয়ানডে। ২৪ ও ২৭ মার্চ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় শুরু হবে ওয়ানডে ম্যাচ। সবগুলো ম্যাচই ঢাকায় অনুুষ্ঠিত হবে।

৩১ মার্চ থেকে মাঠে গড়াবে টি-২০ সিরিজ। সিরিজের পরবর্তী ম্যাচ ২ ও ৪ এপ্রিল। দুপুর ১২টা থেকে শুরু হবে টি-২০ লড়াই। এ ম্যাচগুলোর ভেন্যুও মিরপুরের শেরে বাংলা স্টেডিয়াম।

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল প্রথমবারের মতো ঢাকায় দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে এসেছে। অবশ্য এর আগে তারা একবার বাংলাদেশ সফর করেছে। সেটি ছিল ২০১৪ সালে। তবে কোনো দ্বি-পাক্ষিক সিরিজ নয়, সে সময়ে তারা টি-২০ বিশ্বকাপে খেলতে এসেছিল।

এদিকে এই সিরিজের জন্য বাংলাদেশ ওয়ানডে দল ঘোষণা করেছে। দলে রয়েছেন- নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকী, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিজা।

স্ট্যান্ডবাই: ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন ও লতা মন্ডল।

SN/AST
আরও পড়ুন