ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভুল শুধরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ

আপডেট : ১২ মে ২০২৪, ০৪:৪৫ পিএম

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর সেখান থেকে সরাসরি বিশ্বকাপ। জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জেতার পর তাই সেই সিরিজেই চোখ রাখতে হচ্ছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। তবে জিম্বাবুয়ে সিরিজে করা ভুলগুলো এরইমধ্যে কাটিয়ে উঠতে চান তিনি। উন্নতি করতে চান সবখানেই।

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেও তৃপ্ত হতে পারছে না বাংলাদেশ। কেননা, কোনো ম্যাচেই যে আধিপত্য দেখাতে পারেনি বাংলাদেশ। উল্টো পুরো সিরিজেই বাংলাদেশের ব্যাটিং ছিল খাপছাড়া। অনেকেই আবার রান পাননি পুরো সিরিজ জুড়েই। তাদের মধ্যে অধিনায়ক শান্তও আছেন। বিশ্বকাপের আগে ব্যাটারদের এই রান না পাওয়া তাই ভাবাচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। অধিনায়ক হিসেবে শান্ত নিজেও কিছুটা চিন্তিত। আর সে কারণেই বিশ্বকাপের আগে উন্নতি করতে চান তিনি।

সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে বেশ কিছু জায়গায় সমস্যা চোখে পড়েছে জানিয়ে শান্ত বলেন, ‘এই সিরিজে আমরা যেভাবে খেলেছি তাতে অনেক জায়গায় আমাদের উন্নতি করতে হবে। আজকে রিয়াদ এবং জেকের যেভাবে খেলেছে তাতে তাদের ব্যাটিংয়ে আমি খুশি। তবে স্পষ্টতই, আমরা আজ ভালো শুরু করতে পারিনি।’

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। যা বিশ্বকাপের আগে বাংলাদেশের চূড়ান্ত প্রস্তুতি। তবে তার আগেই দেশে এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলে সব সমস্যা কাটিয়ে উঠবে দল; এমন প্রত্যাশা শান্তর, ‘আমি মনে করি বিশ্বকাপের আগে আমরা নিজেদেরকে খুব ভালোভাবে প্রস্তুত করব। ইউএসএ সিরিজে আমাদের আরও তিনটি ম্যাচ খেলে প্রস্তুতি নেওয়ার সুযোগ রয়েছে। আমরা সেখানে আমাদের সেরা চেষ্টা করব।’

আরও পড়ুন